পুরো ৫০ দিন ছিলেন বিশ্রামে। কিছুটা সুস্থ হওয়ার পর বাড়ি থেকে বেরিয়ে নবান্নে গিয়ে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
শুধুমাত্র বাড়ি আর নিজের সরকারি দফতরই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে দেখতেই অভ্যস্ত রাজ্যবাসী। তবে গত কয়েকদিন ধরে কার্যত গৃহবন্দি তিনি। জেলায় জেলায় সফর তো দূরের কথা, পুজো মণ্ডপে গিয়ে উদ্বোধন করতেও এবার দেখা যায়নি তাঁকে। এই প্রথমবার একটানা ৪৯ দিন নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ১১ সেপ্টেম্বর শেষবার সাংবাদিক বৈঠক করেছিলেন নবান্নে। এতদিন পরে আবার নবান্নে এলেন তিনি।
স্পেন ও দুবাই সফর সেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরেছিলেন গত ২৩ সেপ্টেম্বর সন্ধেয়। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে তাঁর পায়ের পুরনো চোটের জায়গায় নতুন চোট পাওয়ার তার চিকিৎসা হয়। ২৪ সেপ্টেম্বর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর চিকিৎসকদের পরামর্শে বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যের মুখ্য প্রশাসনিক ভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তবে এদিন খুব বেশি হাঁটাহাঁটি করতে দেখা যায়নি তাঁকে। এতদিন পর তিনি নবান্নে (Nabanna)যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার কড়াকড়ি ছিল। তার উপর মুখ্যমন্ত্রীর পায়ে সমস্যা থাকায় তাঁর যাতে কোনওরকম অসুবিধা না হয়, সেই ব্যবস্থাও করা হয়েছিল। সদ্যই গ্রেপ্তার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর দায়িত্বে থাকা দপ্তর বণ্টনের বিষয় রয়েছে। এছাড়া আগামী মাসে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সূত্রের খবর, এসব নিয়ে আলোচনা ও প্রস্তুতির জন্য আজ থেকেই নবান্নে যাওয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী।
নবান্নে সূত্রে বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী এদিন নবান্নে আসার পর শীঘ্রই প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে। ৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক রয়েছে। তার আগে সব দফতরের সচিবদের নিয়ে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল মাধ্যমে প্রশাসনিক বৈঠক ডাকা হতে পারে।