৩২৬ রানে শেষ হল ভারতের ইনিংস। ১০১ রান করে অপরাজিত বিরাট কোহলি। মাত্র ১৫ বলে জাদেজার ২৬ রানের ক্যামিও ইনিংসে ভর করে তিনশোর গণ্ডি পেরয় ভারত। ৭৭ রানের কার্যকরী ইনিংস খেলেন শ্রেয়স আইয়ারও। জয়ের জন্য ৩২৭ রান তুলতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
নিজের জন্মদিনে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড স্পর্শ করলেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে কোহলির ৪৯তম শতরান এল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।রবিবার কোহলি শতরান পূর্ণ হল ১১৯ বলে। ১০টি চারের সাহায্যে। শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থাকলেন ১২১ বলে ১০১ রান করে।
এ বারের বিশ্বকাপে তিন বার শতরানের কাছ থেকে ফিরে আসতে হয়েছে কোহলিকে। বাংলাদেশের বিরুদ্ধে একটি শতরান করলেও ক্রিকেট জনতার মন ভরেনি। অনেকেই প্রত্যাশা করেছিলেন এ বারের বিশ্বকাপেই এক দিনের ক্রিকেটে সচিনের শতরানের সংখ্যা টপকে যাবেন কোহলি। তা হবে কি না এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ইডেনের ২২ গজে দক্ষিণ আফ্রিকার বোলারদের শাসন করতে করতে কোহলি স্পর্শ করে ফেললেন সচিনকে। এক দিনের ক্রিকেটে তাঁর ৪৯তম শতরান পূর্ণ হতেই দাঁড়িয়ে অভিনন্দন জানাল ইডেনের ৬৭ হাজারের গ্যালারি।
Well played Virat.
It took me 365 days to go from 49 to 50 earlier this year. I hope you go from 49 to 50 and break my record in the next few days.
Congratulations!!#INDvSA pic.twitter.com/PVe4iXfGFk— Sachin Tendulkar (@sachin_rt) November 5, 2023
জন্মদিনে শতরানের নজির খুব কম ব্যাটারেরই রয়েছে। কোহলি সেই তালিকায় নতুন সংযোজন। কোহলিকে নিয়ে এখনও পর্যন্ত এক দিনের ক্রিকেটে সাত জন ব্যাটার জন্মদিনে শতরান করেছেন। তার মধ্যে একটি হয়েছে এই বিশ্বকাপেই। সব ফরম্যাট মিলিয়ে জন্মদিনের শতরান করা ব্যাটারের সংখ্যা ১১ জন।