দূষণে রাশ টানতে এক সপ্তাহের জন্য দিল্লিতে ‘জোড়-বিজোড়’ নীতি চালু করা হল। সোমবার দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে যে আগামী ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ‘জোড়-বিজোড়’ নীতি চালু থাকবে। সেইসঙ্গে দশম এবং দ্বাদশ শ্রেণি ছাড়া শুক্রবার পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তবে অনলাইনে ক্লাস চালানো যেতে পারে।
আগামী ১৩ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জোড়-বেজোড় নিয়মে দিল্লিতে যান চলাচল ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে৷ যার অর্থ জোড় সংখ্যার তারিখগুলিতে শুধুমাত্র জোড় সংখ্যা দিয়ে শেষ হওয়া নম্বরের গাড়িগুিল িদল্লির রাস্তয় নামতে পারবে৷ আবার বিজোড় সংখ্যার তারিখগুলিতে পথে নামবে বিজোড় সংখ্যার গাড়ি৷
কালীপুজোর আগে থেকেই দিল্লিতে যেভাবে দূষণের মাত্রা বেড়েছে, সেই পরিস্থিতিতে সোমবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকের পরে সাংবাদিক বৈঠকে পরিবেশমন্ত্রী বলেন, ‘দীপাবলির (১২ নভেম্বর) পরে দূষণের মাত্রা আরও বাড়তে পারে বলে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই জানিয়েছেন, ২০ নভেম্বরের পরেও জোড়- বিজোড় নিয়মে যান চলাচল করবে কি না, তা পরে খতিয়ে দেখা হবে৷ পাশাপাশি, দূষণ রুখতে দিল্লিতে ডিজেল চালিত ট্রাকের প্রবেশ বন্ধ করা হয়েছে৷ নির্মাণ কাজও বন্ধ রাখা হচ্ছে৷ বিএস ৩ এবং বিএস ৪ মানদণ্ডের ডিজেল চালিত যানবাহনের চলাচলের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷