Gaza Becoming "Graveyard For Children": UN Chief

Gaza: গাজা ‘শিশুদের কবরস্থানে’ পরিণত হচ্ছে : রাষ্ট্রসংঘ

ফিলিস্তিনের গাজা সিটি শিশুদের গণকবরে পরিণত হয়েছে। বললেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর কথায় ‘গাজায় কয়েকশো শিশু মারা গেছে। প্রতিদিন অসংখ্য শিশু আহত হচ্ছে। এই যুদ্ধ নিষ্পাপ শিশুদের জীবন কেড়ে নিচ্ছে।’ গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের অতর্কিত হামলার নিন্দা করে তিনি আরও বলেন, ‘‌সাধারণ লোকজনকে ‘মানবঢাল’ হিসেবে ব্যবহার করছে হামাস। এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিবের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইসরাইলের বিদেশমন্ত্রী এলি কোহেন।

গত ৭ অক্টোবর ইজরাইলে হামলা চালায় হামাস। জবাবে ওই দিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্যমন্ত্রকের হিসাব অনুযায়ী ইজরাইলি হামলায় এখনও পর্যন্ত ৯ হাজার ২২৭ জন মারা গেছেন। এদিকে ইসরাইল জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন।
এরআগে এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রসংঘের সংস্থাগুলো বলেছিল, গাজা এবং ইসরাইলে বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ড “ভয়াবহ”।

বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে এবিসি নিউজকে বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর গাজার “সার্বিক নিরাপত্তার দায়িত্ব” থাকবে ইসরায়েলের হাতে।

সোমবার ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা গত ২৪ ঘণ্টায় হামাসের সাড়ে চারশো স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানও।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ১০ হাজার ২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে চার হাজার ১০৪ জন শিশু রয়েছে।হামাসের হামলায় ১৪শ ইসরায়েলি নিহত এবং ২০০ জনের বেশি জনকে জিম্মি করার পর গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল।

গাজা কি কোনও দেশ ?

গাজা ভূখণ্ড বা গাজা উপত্যকাহলো ভূমধ্যসাগরের তীরে অবস্থিত একটি স্ব-শাসিত ফিলিস্তিনি অঞ্চল। অঞ্চলটির প্রায় ৩২০ বর্গকিলোমিটার এলাকায় রয়েছে চারটি শহর, আটটি ফিলিস্তিনী শরনার্থী শিবির ও এগারোটি গ্রাম।

ব্রিটিশ উপনিবেশের পূর্বে গাজা উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল। এরপর ব্রিটিশ (১৯১৮–১৯৪৮) ও মিশরীয় শাসন (১৯৪৮–১৯৬৭) শেষে এটি ইসরায়েলের অধীনে আসে। ১৯৯৩ সালের অসলো চুক্তি অনুসারে ইসরাইল ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয়, যারা গাজায় সীমিত পরিসরে স্ব-শাসন প্রতিষ্ঠা করে। ২০০৭ সাল থেকে অঞ্চলটির শাসনকার্য কার্যত হামাস কর্তৃক পরিচালিত হচ্ছে, যারা নিজেদের ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি দাবি করে।

গাজার রাজধানী কি?

১২৯৩ সালে, কাহালুন্নের পুত্র নাসির মুহম্মদ, গাজাকে প্রদেশটির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেন, যার নাম মমলাকাত গাজাহ (গাজার গভর্নর)।

Gaza Becoming “Graveyard For Children”: UN Chief

UN chief says Gaza becoming a ‘graveyard for children’

UN says Gaza becoming a ‘graveyard for children’, as Israeli strikes intensify