Seeing genocide in Gaza, TMC-BJP remain silent, Left Parties March in Kolkata

Gaza: গাজায় গনহত্যা নিয়ে নীরব তৃণমূল-বিজেপি, প্রতিবাদে কলকাতায় পথে বামেরা

গাজায় দিনের পর দিন গণহত্যা চলছে। তা নিয়ে একটি কথাও খরচ করেনি তৃণমলের শীর্ষ নেতৃত্ব। ব্যাতিক্রম মন্ত্রী সিদ্দিকুল্লাহ ও মন্ত্রী জাভেদ খান। তারা নিজেদের মতো করে  গনহত্যার নিন্দা ও প্রতিবাদ করছেন। কিন্তু সরকারিভাবে তৃণমূল তার স্ট্যান্ড পয়েন্ট জানায়নি। বরং তৃণমূলের অনেকেই হামাসকে জঙ্গি বলে হাত ঝেড়ে ফেলেছেন। হামাস নির্বাচনে জিতেছে। তারপর কোন যুক্তিতে তারা জঙ্গি হয় তা বুঝে উঠতে পারেনি অনেকেই। এমনকি নেতানিয়াহু ‘বন্ধু’ মোদিও সরাসরি নাম করে হামাসকে জঙ্গি বলতে পারেননি। কিন্তু তৃণমূলের কিছু নেতা পেরেছেন।

হামাস যোদ্ধারা বহুদিন ধরে চাইছিলেন গোটা বিশ্ব দেখুক কী রকম জুলুম তাদের ওপর হচ্ছে। কিন্তু কেউ তাদের দিকে নজর দেয়নি। হামাসকে তারাও অনেকে নিছক জঙ্গি বলে উদাসীনতা দেখিয়েছে। কিন্তু এবার হামাস বিশ্বের দৃষ্টি অর্জনে সক্ষম হয়েছে ১০ হাজারেরও বেশি মানুষের প্রাণের বিনিময়ে। এই মৃত্যু মিছিল কোথায় থামবে কেউ জানে না। ৪ হাজারেরও বেশি ফুলের মত শিশু নিহত হয়েছে। যাদের বর্বরোচিত এই হামলায় ফুলের মত শিশুরা ঝরে পড়েছে তাদেরকে তৃণমূল একবারও সন্ত্রাসী বলেনি। তাদের এই কাজকে তাদের বর্বরোচিত  মনে হয়নি।

কিন্তু সিপিএম এক্ষেত্রে পেরেছে। তারা তাদের নীতিতে অবিচল থেকেছে। সিপিমের মত করে প্রতিবাদ কংগ্রেসও করেনি। কেবল সোনিয়া ও প্রিয়াঙ্কা বিবেকের বাণী শুনিয়েছেন । তাদের দল পথে নামেনি। প্রতিবাদ করেনি। তেমন প্রতিবাদ তো জাভেদ খান ও সিদ্দিকুল্লাহও করছেন।তাবলে তাদের প্রতিবাদকে তো আর তৃণমূলের প্রতিবাদ বলা যায় না।

একথা ঠিক যে কিছু হিন্দুত্ববাদীরা যেমন ফিলিস্তিনি ও হামাসের বিরুদ্ধে ফেক নিউজ ছড়িয়েছে তেমনটা তৃণমূল করেনি। কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেনি। নরেন্দ্র মোদী হামাসের হামলার ঠিক পরেই ইসরাইলের পাশে দাঁড়িয়েছিলেন। কিন্তু এত মানুষের মৃত্যর পর তিনি ফিলিস্তিনি ও গাজাবাসীর পাসে দাঁড়াননি। তবে সরকারিভাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীকে বলতে হয়েছে ফিলিস্তিন ইস্যুতে ভারতের নীতি বদলায়নি। যে প্রশ্নটা অনেকেই ভাবাচ্ছে তা হল, তৃণমূল ফিলিস্তিন ইস্যুতে এমন করে চুপ মেরে থাকছে কেন। তার রাজনৈতিক উদ্দেশ্য কী। তাহলে তৃণমূলের রাজনৈতিক পরিসরের গেরুয়া হিন্দুত্বের গ্রহণ লাগা শুরু হয়েছে ? ভাবাচ্ছে অনেককে।

https://www.thenewsnest.com/opinion-and-views-seeing-genocide-in-gaza-tmc-bjp-remain-silent-left-parties-march-in-kolkata/