AR Rahman's version of Bengali song Karar Oi Louho Kopat makes people say 'can't play with our emotions'

AR Rahman : ‘গানটার আত্মাকে খুন করেছে’, রহমানের তৈরি কারার ওই লৌহকপাট শুনে ক্ষোভ

কবি নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের রিমেক করে এবার নেটপাড়ার ক্ষোভের মুখে পড়লেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। নেটিজেনদের অভিযোগ, গানটিকে বিকৃত করেছেন রহমান। এই গান বাঙালিরা যেভাবে শুনতে অভ্যস্ত, তাকে নষ্ট করেছেন রহমান।

আগামী ১০ নভেম্বর মুক্তি পাওয়ার কথা ঈশান খট্টর, ম্রুনাল ঠাকুর অভিনীত ‘পিপ্পা’। রাধাকৃষ্ণ মেনন পরিচালিত ছবিটি ভারতীয় সেনার ৪৫ কাভালরি রেজিমেন্ট-এর ক্যাপ্টেন বলরাম সিং মেহেতার জীবনী নির্ভর, যা আমাজন প্রাইমে দেখা যাবে। কিন্তু মুক্তির আগেই প্রবল বিতর্কের সম্মুখীন ছবিটি। ‘কারার ওই লৌহ কপাট’ শুধু বাঙালির পছন্দের গানই নয়, এই গান তাঁদের কাছে অত্যন্ত গর্বের, আবেগের। শোনা যায়, এই গানটি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ভীষণ প্রিয়। এত বছরে বহু সংগীতশিল্পী বহু রকমভাবে এই গানটি গেয়েছেন। তবে তার সবগুলিতেই গানের মূলভাব এবং সুর অক্ষুন্ন ছিল।

সম্প্রতি ইমন চক্রবর্তী, তিমির বিশ্বাস, শোভন গঙ্গোপাধ্যায় এবং আরও কয়েকজন মিলে নজরুলগীতিটি অন্যরকমভাবে উপস্থাপন করেছিলেন। সেটি নেটিজেনদের কাছে বেশ প্রশংসা কুড়িয়েছে। কয়েক লক্ষ ভিউ হয়েছিল সেই গানের। সেই একই গান গাইতে গিয়ে বেজায় বিপাকে পড়েছেন আল্লারাখা রহমান। অস্কারজয়ী সঙ্গীত পরিচালক তথা গায়কের আরোপিত সুরে বিখ্যাত গানটির অর্থ এবং ভাব সম্পূর্ণ বদলে গিয়েছে বলে দাবি নেটিজেনদের। যে গান কারাগারের লোহার গরাদ ভেঙে মুক্তির কথা বলত, সেই প্রতিবাদ এবং প্রতিরোধের যেন  ছিটেফোঁটাও অবশিষ্ট নেই রহমানের সুর করা গানে, দাবি ইন্টারনেটবাসীদের। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

এক ব্যক্তি লেখেন, ‘মনটা জাস্ট ভেঙে গেল। এআর রহমান এত সুন্দর গানটির পুরো বারোটা বাজিয়ে দিয়েছেন।’ কেউ আবার লেখেন, ‘ সঠিক সুরে সঠিক ভাবে গানটি বানালে ভালো হতো। আসল গানটা শুনলে যে অনুপ্রেরণা পাই তার সিকিভাগ এটা শুনে আসছে না।’ ‘আসল গানটা শুনলে গায়ে কাঁটা দেয়, এটা কী বানিয়েছেন? জঘন্য’ মত আরেকজনের। কেউ আবার লেখেন ‘বিশ্বাস করতে পারছি না কোনও গানের আত্মাকে রহমান এভাবে খুন করতে পারেন।’ ‘ভীষণই বীতশ্রদ্ধ হলাম। কী যে খারাপ লাগছে শুনতে কী আর বলি!’

রহমানের সুরে গানটি গেয়েছেন একাধিক বাঙালি গায়ক। এঁদের মধ্যে আছেন তীর্থ ভট্টাচার্য, রাহুল দত্ত, পীযুষ দাস, শালিনী মুখোপাধ্যায় প্রমুখ।