ICC ODI World Cup 2023: India creates world record against Netherlands in ODI World Cup 2023

ICC ODI World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের ফুলঝুরি, বিশ্বকাপে অনন্য রেকর্ড ভারতের

বিশ্বকাপে বিশ্বরেকর্ড করল ভারত। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করল তারা। এই ইনিংসে ভারতের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে তিন জন অর্ধশতরান করলেন। দু’জন করলেন শতরান। এক দিনের ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচে এই ঘটনা ঘটেনি।

নেদারল্যান্ডস ম্যাচকে আসলে সেমিফাইনালের প্রস্তুতি হিসাবে দেখছে টিম ইন্ডিয়া। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে দুর্বল ডাচদের বিরুদ্ধে ম্যাচ হলেও দলে কোনও বদল করেননি অধিনায়ক। ডাচ বোলারদের পিটিয়ে ছাতু করে শেষ চারের প্রস্তুতি সারলেন ব্যাটাররা।

রবিবার টসে জিতে ব্যাটিং নেন রোহিত। হাফসেঞ্চুরিও হাঁকান। তবে ৫৪ বলে ৬১ রান করেই থামতে হয় হিটম্যানকে। অপর ওপেনার শুভমানের ব্যাট থেকেও আসে ৫০। মাঠে নেমেই  ৫০তম সেঞ্চুরির আশা জাগান বিরাট কোহলি। হাফসেঞ্চুরি হাঁকালেও ৫৬ বলে ৫২ করে আউট হয়ে যান। তার পরেই চিন্নাস্বামীতে আইয়ার শো।

দীপাবলির সন্ধ্যায় শ্রেয়সের ব্যাটেই আতশবাজি জ্বলল। চার-ছক্কার বন্যা বইয়ে সেঞ্চুরি হাঁকালেন তারকা ব্যাটার। অপরাজিত থাকলেন ৯৪ বলে ১২৮ রানের ইনিংস খেলে। অন্যদিকে কে এল রাহুলও একই গতিতে রান তুললেন। দুই ব্যাটারের দাপটে চারশো পেরল ভারত। টুর্নামেন্টে প্রথমবার। ভারতীয় হিসাবে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল। মাত্র ৬৪ বলে ১০২ রানের ইনিংস খেললেন।