ফের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলিউডে! প্রয়াত হলেন ‘ধুম’ ছবির পরিচালক সঞ্জয় গাধভি। সূত্রের খবর, রোজের মতো রবিবারও মর্নিং ওয়াকে গিয়েছিলেন সঞ্জয়। সেখানেই বুকে ব্যথা অনুভব করেন। এরপর বাড়ি ফিরতেই ব্যথা বাড়তে থাকায় তড়িঘড়ি মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরিচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
সঞ্জয় ‘ধুম’ (Dhoom) এবং ‘ধুম ২’ (Dhoom 2) পরিচালনার জন্য খ্যাত। দুটি ছবির মুখ্য চরিত্রে ছিলেন জন আব্রাহাম, হৃত্বিক রোশন এবং অভিষেক বচ্চন। এবং দুটিই ছবিটি বক্স অফিসে সফলতা পায়। পরিচালকের বয়স ছিল ৫৬ এবং তিন দিন পরে ২২ নভেম্বর ৫৭ বছরে পা রাখতেন তিনি।
সঞ্জয়ের পরিচালক হিসাবে হাতেখড়ি হয় ২০০০ সালে তেরে লিয়ে ছবির মাধ্যমে। যদিও ছবিটি ব্যর্থ হয় বক্স অফিসে। তার দু’বছর পর মুক্তি পায় ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়।’ উদয় চোপড়া, টিউলিপ যোশী, জিমি শিরগিল অভিনীত ছবিটি সাফল্যের মুখ দেখে। তার পর ২০০৪ ও ২০০৬ সালে দুটি বড় হিট দেন সঞ্জয় ‘ধুম’ ও ‘ধুম ২’। তার পর বেশ কিছু ছবি করেছেন। ‘ কিডন্যাপ’, ‘আজব গজব লভ’ ছবি রয়েছে তালিকায়।
তবে দীর্ঘদিন ধরেই সিনেমা পরিচালনা থেকে দূরে ছিলেন তিনি। ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির প্রথম দু’টো ছবি পরিচালনা করলেও তৃতীয়টির সঙ্গে আর যুক্ত ছিলেন না।