Dev Deepawali will be celebrate in Kolkata, chief minister Mamata Banerjee have instructed to Mayor Firhad Hakim

Dev Deepawali: ১০ হাজার প্রদীপ জ্বলবে গঙ্গার ঘাটে, মুখ্যমন্ত্রীর নির্দেশে উৎসবের সূচনা করবেন ফিরহাদ হাকিম

বারাণসীর ধাঁচে ইতিমধ্যেই বাংলায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তা দেখতে দিব্যি মানুষ ভিড় করছেন গঙ্গার গাটে। এবার কলকাতায় কাশীর আদলেই আয়োজিত হতে চলেছে দেব দীপাবলি উৎসব। কলকাতা পুরসভার পক্ষ থেকে আগামী ২৬ এবং ২৭ নভেম্বর বাজে কদমতলা ঘাটে সরকারি উদ্যোগে পালিত হবে দেব দীপাবলি। এটা রাজ্যে প্রথম হতে চলেছে বলে খবর।

কলকাতা পুরসভার তরফে এই উৎসবের উদ্বোধন করার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর আমন্ত্রণপত্রটি নবান্নে পাঠানো হয়েছিল। কলকাতা পুরসভা সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে হাজির থাকার নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিমকে। তিনি এই উৎসবের সূচনা করবেন বলে জানানো হয়েছে।

যে বাজে কদমতলা ঘাটে এই উৎসব হবে সেখানে প্রত্যেকদিন গঙ্গা আরতি করা হয়। ২০২৩ সালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই গঙ্গা আরতির সূচনা করেন। সেটা এখন শহরে জনপ্রিয় হয়ে উঠেছে। এবার শুরু হবে দেব দীপাবলি উৎসব। অন্যদিকে কলকাতা পুরসভার পক্ষ থেকে বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতি আয়োজনের দায়িত্ব দেওয়া হয়, দেবোত্তর জয়চণ্ডী ঠাকুরানি ট্রাস্টকে। আর তাদেরকেই এই উৎসব আয়োজনের দায়িত্বে দেওয়া হল। উৎসব আয়োজনের প্রস্তুতি দেখে এসেছেন মেয়র পারিষদ তারক সিং। এখানে ১০ হাজার প্রদীপে সাজানো হবে গঙ্গার ঘাট।

দেব দীপাবলি উৎসব কার্তিক পূর্ণিমায় দেখার মতো হয়ে ওঠে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির চত্বর এবং গঙ্গার ঘাট। কয়েক লক্ষ প্রদীপ জ্বালিয়ে হয় দেব দীপাবলি উৎসব। কথিত আছে, এই পূর্ণিমার আগের একাদশী তিথিতে স্বয়ং বিষ্ণু নিজের নিদ্রাভঙ্গ করেন। তাই এই পূর্ণিমা তিথিতে দেবলোকে দেব দীপাবলি উৎসব পালিত হয়। অনেকে এই তিথিকে বৈকুণ্ঠ চতুর্দশী হিসাবেও পালন করে। এছাড়া আর একটি কথাও বলা হয়। সেটি হল— এই তিথিতে মহাদেব অর্ধনারীশ্বর রূপে বধ করেছিলেন ত্রিপুরাসুরকে। তাই এই পূর্ণিমা অত্যন্ত পবিত্র। গোটা উত্তর ভারত জুড়ে দেব দীপাবলি উৎসব পালিত হয়। বাংলায় আবার এই দিনটিকে রাস উৎসব হিসাবেও পালন করা হয়। নবদ্বীপ, শান্তিপুর, দাঁইহাটে পালিত হয় এই রাস উৎসব।