IAF Aircraft Crash: Two pilots killed in IAF trainer aircraft crash in Telangana

IAF Aircraft Crash: ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, মৃত ২ পাইলট

সাতসকালেই ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়ল বায়ুসেনার বিমান (IAF Flight Crash)। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলঙ্গানার (Telangana) দিন্দিগালে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন একটি বিমান ভেঙে পড়ে। দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও বায়ুসেনার বিবৃতিতে পাইলটদের আহত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।

আইএএফ মাইক্রোব্লগিং সাইট এক্স-এ ঘটনাটি সম্পর্কে পোস্ট করে লিখেছে, ‘একটি Pilatus PC 7 Mk Il প্রশিক্ষক বিমান আজ সকালে AFA, হায়দ্রাবাদে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়। গভীর দুঃখের সঙ্গে আইএএফ জানাচ্ছে যে বিমানে থাকা দুই পাইলটই মারাত্মক আঘাত পেয়েছেন। নাগরিক জীবন বা সম্পত্তির কোনও ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ এনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে’।

দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেন রাজনাথ সিং। এক্স হ্য়ান্ডেলে তিনি লেখেন, “হায়দরাবাদের কাছে দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। দুই পাইলট প্রাণ হারিয়েছেন, অত্যন্ত দুঃখজনক বিষয় এটি। এই কঠিন সময়ে নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।”