Khalistani Terrorist Leader Pannun Threatens To Attack Indian Parliament On 13 December

Khalistani Terrorist: ‘সংসদ ভবনে হামলা চালাব’, দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি খালিস্তানি নেতা পান্নুনের

এয়ার ইন্ডিয়ার বিমানে হামলা চালানোর হুমকি দেওয়ার পর এবার সংসদ ভবনে (Parliament) হামলার হুমকি দিল খালিস্তানি জঙ্গি গুরপাতওয়ান্ত সিং পান্নুন (Gurpatwant Singh Pannun)। ভিডিয়ো বার্তায় পান্নুন হুমকি দিয়েছেন, ১৩ ডিসেম্বরের আগে বা ওই দিন সংসদ ভবনে হামলা চালানো হবে। প্রসঙ্গত, ২০০১ সালে এই দিনেই সংসদে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল।

পান্নুন হুঁশিয়ারি দিয়েছে, ভারতের গোয়েন্দারা তাকে মারবার চেষ্টা করেছে। এরই বদলা নিতে ১৩ ডিসেম্বর পার্লামেন্টে হামলা চালানো হবে। উল্লেখ্য, সোমবার থেকে সংসদে শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এর মধ্যেই খালিস্তানি নেতার এই হুমকি ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে। যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, ১৩ ডিসেম্বর অথবার তার আগেই সংসদ ভবনে হামলা চালানো হবে।আফজল গুরুর একটি পোস্টারের সামনে দাঁড়িয়ে ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা ‘দিল্লি বনেগা খালিস্তানি’। অর্থাৎ দিল্লিকে খালিস্তান করে দেওয়া হবে। ২০০১ সালের সংসদ ভবন হামলায় মূল অভিযুক্ত ছিল এই আফজল গুরুই। পান্নুনের এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই অ্যালার্ট করা হয়েছে ইন্টালিজেন্স এজেন্সিগুলিকে।

সম্প্রতি, খালিস্তানি জঙ্গিনেতা পান্নুনকে খুনে ষড়যন্ত্র করার অভিযোগ তোলা হয় এক ভারতীয়র বিরুদ্ধে। ভারতীয় কর্তা এই ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতি দিয়ে বলা হয়, ওই ভারতীয় কর্তা খুনের ভার দিয়েছিল নিখিল গুপ্তা নামে নিউ ইয়র্ক সিটিতে বসবাসকারী এক ভারতীয় বংশোদ্ভুতকে। নিখিলই টাকার বিনিময়ে ভাড়াটে খুনি জোগাড় করার কাজ করছিল। ভারতীয় ওই কর্তা নিজেকে সিনিয়র ফিল্ড অফিসার হিসেবে পরিচয় দিয়েছিল। সে গোয়ান্দার সংস্থার দায়িত্বে আছে বলে দাবি করা হয়েছে জো বাইডেনের দেশের তরফে। পান্নুন কাণ্ডে সুর চড়িয়েছেন মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামসও। এক বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, কোনও মার্কিন নাগরিককে খুনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। যতই চাপ প্রয়োগ করে মার্কিন প্রশাসনকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হোক না কেন, তদন্ত চালিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।