গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হল তনুজাকে। বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। সেখানেই চিকিৎসা চলছে বর্ষীয়ান অভিনেত্রীর।
রবিবার বিকেলে নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন কাজলের মা। তড়িঘড়ি বর্ষীয়ান অভিনেত্রীকে মুম্বইয়ের জুহু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তৎক্ষণাৎ তাঁকে ভর্তি করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া নেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয় তনুজাকে।
মুম্বইয়ের জুহু হাসপাতালের একটি সূত্রে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বার্ধক্যজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করানো হয়েছে। চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। বর্তমানে অভিনেত্রীর অবস্থা স্থিতিশীল। চিন্তার কিছু নেই, এখন ভাল আছেন অভিনেত্রী।
বয়সজনিত কারণ জানতে পারা গেলেও আসলে তাঁর ঠিক কী সমস্যা দেখা দিয়েছে সেই নিয়ে এখনও অবধি কোনও রকম খবর পাওয়া যায়নি। অভিনেত্রীর শারিরীক অবস্থার খবর পেয়েই হাসপাতালে উপস্থিত হয় কন্যা কাজল এবং তাঁর জামাই অজয় দেবগণ।
১৯৪৩ সালে ২৩ সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণ করেন তনুজা। চিত্র পরিচালক কুমারসেন সমর্থ ও শোভনা সমর্থের মেয়ে তিনি। ১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি। কাজল ও তানিশা দুই মেয়ে তাঁদের। ১৯৫০ সালে হামারি বেটি ছবি দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তনুজা। হিন্দি, বাংলা দুই ভাষাতেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন তনুজা। তাঁর ঝুলিতে ৩০০-র বেশি ছবি রয়েছে। ‘হাতি মেরে সাথি’ থেকে শুরু করে ‘দেয়া নেয়া’, তাঁর অভিনয় সকলকে বাকরুদ্ধ করেছে। তাছাড়াও ‘রাজকুমারী’, ‘মাসুম’, ‘তিন ভুবনের পারে’, ‘লাল কোঠি’-র মতো একাধিক জনপ্রিয় ছবি আছে তাঁর ঝুলিতে।