Mitchell Starc Joins KKR: IPL Auction 2024: Mitchell Starc sold to KKR for Rs 24.75 crore, becomes most expensive player in history

Mitchell Starc Joins KKR: আইপিএলের ইতিহাসে রেকর্ড! প্রায় ২৫ কোটিতে স্টার্ককে দলে নিল কলকাতা

আইপিএল নিলামের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডি ছাপিয়ে ইতিহাস গড়েন প্যাট কামিন্স। তাঁকে আইপিএল ২০২৪-এর মিনি নিলাম থেকে ২০ কোটি ৫০ লক্ষ টাকার বিশাল মূল্যে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তখনও পর্যন্ত কেউ ভাবতে পারেননি যে, ঘণ্টাখানেকও টিকবে না অজি দলনায়কের আইপিএলের ইতিহাসের সব থেকে দামি ক্রিকেটারের তকমা।

কামিন্সকে বিরাট অর্থে হায়দরাবাদ কিনে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই কেকেআর চমক দেয় নিলামে। তারা আইপিএলের সর্বকালের ইতিহাসে সব থেকে বেশি দামে দলে নেয় কামিন্সের জাতীয় দলের সতীর্থ মিচেল স্টার্ককে। অজি পেসারকে কলকাতা কিনে নেয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকার অবিশ্বাস্য মূল্য।

মিচেল স্টার্কের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। কলকাতা যে এ ভাবে শেষ পর্যন্ত স্টার্কের জন্য ঝাঁপাবে এটা অনেকেই ভাবতে পারেননি। প্রথম দিকে দিল্লি এবং মুম্বইয়ের লড়াইয়ের পর গুজরাত এবং কলকাতা যোগ দেয়। শেষ পর্যন্ত শাহরুখ খানের দলের ভাগ্যে চলে আসেন স্টার্ক। যদি আইপিএলে প্রতিটি ম্যাচে চার ওভার করেই বল করেন স্টার্ক, তা হলে বল পিছু ৭ লক্ষ ৩৬ হাজার ৬০৭ টাকা করে পাবেন তিনি।

এদিন নিলামে শুরু থেকে তেমন বিডিং করতে দেখা যায়নি কেকেআরকে। কলকাতা দলে যে একজন ভাল পেসারের প্রয়োজন ছিল। সেই জন্য টাকা জমিয়ে রেখেছিল তারা। স্টার্ককে তুলে নিয়ে সেই শূন্যস্থান পূরণ করল কলকাতা। এছাড়াও এদিন নিলাম থেকে আরও দু’জনকে কিনল শাহরুখ খানের দল। কেএস ভরত ও চেতন সাকারিয়াকে। দু’জনকেই ৫০ লাখে দলে নিল কেকেআর।

কলকাতায় নতুন নাইট আসার পরে কলকাতা নাইট রাইডার্স একটি ভিডিও পোস্ট করেছে সোশাল মিডিয়ায়। কেকেআর মালিক শাহরুখ মালিকের ছবি ‘কভি খুশি কভি গম’-এর অনুকরণে একটি ভিডিও পোস্ট করেছে। তাতে শাহরুখের পরিবর্তে বসিয়ে দেওয়া হয়েছে স্টার্কের মুখ।