কানপুর আইআইটি-তে প্রাক্তনীদের অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখার মাঝে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক অধ্যাপকের। ৫৫ বছরের সমীর খান্দেকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ছিলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
অধ্যাপক সমীরের বয়স হয়েছিল ৫৫ বছর। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীদের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ভাষণে শরীরস্বাস্থ্যের বিষয়ে কথা বলছিলেন। তাঁর শেষ বাক্যটি ছিল— ‘টেক কেয়ার অফ ইওর হেল্থ’ অর্থাৎ, ‘সকলে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন।’ এই পাঁচ শব্দ উচ্চারণের পরেই অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক। তাঁর শরীরে আচমকা অস্বস্তি শুরু হয়। বুকে ব্যথা হতে থাকে। একসময় বুক চেপে ধরে মঞ্চেই বসে পড়েন সমীর। শ্রোতারা তাঁর স্বাস্থ্যের অবনতি প্রথমে টের পাননি। সমীরকে বসে পড়তে দেখে তাঁরা মনে করেছিলেন, তিনি কথা বলতে বলতে হয়তো আবেগপ্রবণ হয়ে পড়েছেন।
এরপরই বুকে যন্ত্রণা নিয়ে ঘামতে শুরু করেন। ওই অবস্থাতেই লুটিয়ে পড়েন মঞ্চে। তড়িঘড়ি করে অধ্যাপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলেও জানিয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, সেখানে পৌঁছনোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। হৃদ্রোগের কারণেই এই মৃত্যু। তবে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।
সমীরের পুত্র কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাঁকে খবর পাঠানো হয়েছে। তিনিই বাবার শেষকৃত্য সম্পন্ন করবেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সাল থেকে কোলেস্টেরলের সমস্যায় ভুগছিলেন তিনি। কানপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়েছেন। জার্মানিতে পিএইচডির পর কানপুর আইআইটি-তে অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন।