Rajeev Kumar: IPS Rajeev Kumar appointed as DG of West Bengal Police

Rajeev Kumar: রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার, ফের গুরুদায়িত্বে মমতার আস্থাভাজন আইপিএস

রাজ্য পুলিশের নতুন ডিজি হচ্ছেন রাজীব কুমার৷ মনোজ মালব্যের জায়গায় ডিজি হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন রাজীব কুমার৷ ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার রাজীব কুমার বর্তমানে রাজ্যের ইলেক্ট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি দফতরের প্রধান সচিব পদে ছিলেন৷

রাজ্য পুলিশের বর্তমান ডিজি হিসেবে আজই অবসর নেবেন মনোজ মালব্য৷ ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীবের। ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য। ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমান ওই দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই। তাঁর বিরুদ্ধে সারদা মামলার তথ্য লোপাটের অভিযোগ ওঠে। সে সময় কলকাতা হাই কোর্ট থেকে আগাম জামিনও নিতে হয়েছিল রাজীবকে। সে বছরের ফেব্রুয়ারিতে রাজীবকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁর বাসভবনে যায় সিবিআই। এর প্রতিবাদে ওয়াই চ্যানেলে ধর্না দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সিবিআই দাবি করে, সর্বোচ্চ আদালতের নির্দেশে সারদা-সহ সমস্ত অর্থ লগ্নি সংস্থার টাকা ও সুবিধা কারা ভোগ করেছিলেন সে বিষয়ে তদন্ত করতে হচ্ছে। এ ব্যাপারে রাজীব কুমার কোনও সহযোগিতা করেননি।

সেই রাজীবকে ডিজি পদে বসানোর খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিয়েছেন কুণাল। রাজীবকে ‘দক্ষ আইপিএস’ অফিসার বলার পর কুণালের কটাক্ষ, ‘‘আমার মতো নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না। তাতে আগামী দিনগুলো ভাল যায় না।’’