Radhika Apte locked in an aerobridge at Mumbai airport

Radhika Apte : নেই জল-শৌচাগার! ৪ ঘণ্টা বিমানবন্দরের এরোব্রিজে আটকে রাধিকা

১৩ জানুয়ারি, ২০২৪, মুম্বই বিমানবন্দর থেকে শহর ছাড়ার পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। সময় মতো হাজির হয়েছিলেন। কিন্তু কোনও রকম তথ্য ছাড়াই মুম্বই বিমানবন্দরের অ্যারোব্রিজের ভিতরে অনেক যাত্রীর সঙ্গে আটকে পড়েন “অন্ধাধুন” অভিনেত্রী।

সকাল সাড়ে ৮টার উড়ান ছিল রাধিকার। কিন্তু ১০.৫০ বেজে গেলেও কারও কোনও টনক নড়েনি! সেখানে জল, শৌচালয় কিছুই ছিল না। সেখানে কর্তব্যরত কর্মীরাও কিছু বলতে পারছিলেন না যে পরিস্থিতি কখন স্বাভাবিক হবে। আটকে থাকা যাত্রীদের তালিকায় কারও ছোট বাচ্চা ছিল। এমনকী বৃদ্ধরাও। তবুও নিরাপত্তারক্ষীরা দরজা খোলেননি। আর কত ঘণ্টা আটকে থাকতে হবে, সেটাও কেউ বুঝতে পারছিলেন না। কারও কাছ থেকে খবর পাওয়া গেল দুপুর ১২টার সময় এরোব্রিজের দরজা খুলবে। সেই চার চার ঘণ্টা অপেক্ষার প্রহর গুনেই কাটাতে হয়েছে রাধিকা আপ্তেকে। সেই ক্ষোভ আর নিজের মধ্যে রাখতে না পেরে সোশাল মিডিয়ায় উগড়ে দিলেন বলিউড অভিনেত্রী। এয়ার ইন্ডিগোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন রাধিকা।

বিমান ছাড়তে দেরির কারণ হিসেবে বলা হয়েছে বিমানের ক্রু বদল হবে। তার পরেই বিমান ছাড়বে। কিন্তু নতুন ক্রু টিম আসেনি। এনিয়ে রাধিকা লিখেছেন, আসলে ওদের ক্রুরা আসেনি। কখন তারা আসবেন তাও তারা বলতে পারছে না। তাই কখন বিমান ছাড়বে তা জানা যাচ্ছে না। এমি এক মহিলা কর্মীর সঙ্গে কথাবলতে পেরেছিলাম। কিন্তু তিনি বললেন কোনও সমস্যা হয়নি। অথচ আমাদের বন্দি থাকতেই হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

অভিনেত্রী ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন, ‘যাত্রার জন্য ধন্যবাদ’। অভিনেত্রীর এই পোস্টে নেটিজেনরা তীব্রভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন।