রামমন্দির উদ্বোধনের দিন কালীঘাটেই হবে রামপুজো। তবে উদ্যোক্তাদের পছন্দের জায়গায় নয়। রাজ্যের বেছে দেওয়া বিকল্প জায়গায়।
কালীঘাটে আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধনের দিন রামপুজো করার অনুমতি চেয়েছিল বিজেপি। অভিযোগ পুলিশ সেই অনুমতি দেয়নি। এর পর বিজেপির মিডিয়া সেলের প্রধান তুষারকান্তি ঘোষ রামের পুজোর অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।কালীঘাটের ৬৬ পল্লী নেপাল ভট্টাচার্য লেনে রামপুজো করার অনুমতি চেয়েছিল বিজেপি। ওই জায়গাটিতে পুজোয় অনুমতি দিতে আপত্তি জানায় রাজ্য। তাদের বক্তব্য, রাস্তা আটকে পুজো করা হলে সাধারণ মানুষের সমস্যা হবে।
শেষে আদালতের হস্তক্ষেপে কালীঘাটে রাজ্যের বেছে দেওয়া জায়গায় রাম পুজোর (Ram Pujo) অনুমতি পেলেন উদ্যোক্তারা। বুধবার হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ জানিয়েছে, কালীঘাটে দেশপ্রাণ শাসমল পার্কে পুজো করা যাবে। রাজ্যই ওই বিকল্প জায়গার কথা বলেছিল। কিন্তু রাজ্যের তরফে জানানো হয়েছিল বিকেল চারটের মধ্যে শেষ করতে হবে অনুষ্ঠান। শেষপর্যন্ত কলকাতা হাই কোর্ট ওই সময়সীমা আরও দু’ঘণ্টা বাড়িয়ে সন্ধে ৬ টা পর্যন্ত অনুষ্ঠানের অনুমতি দিয়েছে।
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের প্রাণপ্রতিষ্ঠা করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্ব আগেই নির্দেশ দিয়েছিলেন, এই দিনে নেতাদের নিজেদের এলাকায় কোনও মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সরাসরি সম্প্রচারের পাশাপাশি, রামপুজোর আয়োজন করতে হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে।সেই নির্দেশ মেনে মাসখানেক আগে কালীঘাট বহুমুখী সেবা সমিতি নামে একটি ক্লাব পুলিশের কাছে কালীঘাটের ৬৬ পল্লি ক্লাবের কাছে রামপুজোর আয়োজন করতে চেয়ে আবেদন করে। কিন্তু অভিযোগ, পুলিশ অনুমতি দিচ্ছে না। সেই অনুমতি চেয়েই উচ্চ আদালতে মামলা করা হয় বিজেপির তরফে। আদালত তাদের পুজোর অনুমতি দিয়েছে। তবে স্থান বদলে দেওয়া হয়েছে। বেঁধে দেওয়া হয়েছে পুজোর সময়ও।