আর এক মাসও বাকি নেই৷ চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা৷ অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক৷ কিন্তু, এর মাঝেই বড় সিদ্ধান্ত ঘোষণা করল পর্ষদ এবং সংসদ৷ জানা গিয়েছে, পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷সূত্রের খবর, নবান্নে রাজ্য প্রশাসন এবং পর্ষদ-সংসদেপ বৈঠকের পরে, সময় বদলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা৷ অন্যদিকে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট৷
আগের সময়সূচি অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু, পরিবর্তে বর্তমানে তা শুরু হবে সকাল ৯টা বেজে ৪৫ মিনিটে৷ শেষ হবে দুপুর ১টায়৷ তবে অপরিবর্তিত থাকছে পরীক্ষার দিন৷আগামী মাসেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু। চলবে টানা ১০ দিন। পরীক্ষা শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি ২০২৪। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।
- মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে বেলা ১টায়। নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে,
- সকাল ৬টায় সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বিলি করা প্রশ্নপত্র। প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জকে। প্রশ্নপত্রের বাক্স সংগ্রহের পর পুলিশি পাহারায় বেরোতে হবে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে। পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে হবে সকাল ৮টার মধ্যে।
- সকাল ৬টা থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন থাকবে পুলিশ। সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইন চার্জ পৌঁছানোর পর ভেন্যু সুপারভাইজার এবং অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজারকে প্রশ্নপত্র বুঝে নিতে হবে।
- সকাল সাড়ে ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে পরীক্ষার্থীরা।
- সকাল ৮টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন শিক্ষক এবং শিক্ষাকর্মীরা।
বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, সূচি নির্দিষ্ট রেখেই উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় বদল করা হচ্ছে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১টায়। তবে ভকেশনাল বিষয়, ভিস্যুয়াল আর্ট, ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে সময় এক নয়। সংশ্লিষ্ট বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিটে। শেষ হবে ১১টা ৪৫ মিনিটে।
বেলায় নয় এবার সকাল থেকে শুরু হবে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে টানা ১০ দিন। ১২ ফেব্রুয়ারি ২০২৪, সোমবার শেষ হবে পরীক্ষা। অন্যদিকে, ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২৯ ফেব্রুয়ারি।