মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মায়ানমার সীমান্ত সিল করছে কেন্দ্র। শনিবার একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গত তিন মাসে ৬০০-এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। মায়ানমার থেকে সীমান্ত এলাকায় এই গতিবিধি রুখতেই এবার কঠোর পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।
ফ্রি মুভমেন্ট রিজাইম (FMR) অর্থাৎ সীমান্ত পেরিয়ে অবাধে যাতায়াত রুখতেই ভারত-মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া হবে। এর জেরে সীমান্তের দুপারের বাসিন্দারা চাইলেন এদেশ থেকে ওদেশ করতে পারবেন না। সে ক্ষেত্রে ভিসা নিতে হবে তাঁদের।এ বিষয়ে অমিত শাহ বলেছেন, “আমি অসমের বন্ধুদের বলছি, নরেন্দ্র মোদী সরকার মায়ানমারের সঙ্গে খোলা সীমান্তে বেড়া দিয়ে চায়, যেমনটা রয়েছে বাংলাদেশ সীমান্তে। মায়ানমারের সঙ্গে ভারতের ফ্রি মুভমেন্ট রিজাইম নিয়েও বিবেচনা করা হবে। তবে মুক্তভাবে ভারতে ঢোকা শীঘ্রই বন্ধ হবে।”
প্রসঙ্গত, মায়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে ভারতের। মণিপুর ও মিজোরাম লাগোয়া মায়ানমার। দুই রাজ্যেই সীমান্তবর্তী। ‘ল্যান্ড বর্ডার ক্রসিং’ লাগোয়া মোরে শহর। দুই দেশের আদিবাসীরা ১২ কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। এ বার ১৯৭০ সাল থেকে চলে আসা সেই ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন শাহ। তিনি বলেন, “সরকার ফ্রি মুভমেন্ট রেজিমের বিষয়টি পুনর্বিবেচনা করে দেখছে।” ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ তুলে দেওয়া হলে বৈধ ভিসা নিয়েই ভারতে আসতে হবে মায়ানমারের বাসিন্দাদের।
মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করা আর এক রাজ্য মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, সে রাজ্যের সাম্প্রতিক হিংসার ঘটনায় মায়ানমারের জঙ্গিদের হাত থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত যে কোনও তথ্যপ্রমাণ নেই বলে জানান তিনি। এই আবহেই মায়ানমার সীমান্ত ধরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা ঘোষণা করলেন শাহ।