প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে সাধারণতন্ত্র দিবস উদযাপন (Republic Day Celebrations)। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। টি যেন কোনও উৎসবের থেকে দেশবাসীর জন্য কোনও অংশে কম না। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেখে নিন হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ায় কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা শেয়ার করতে পারেন আপনিও।
২০২৪ -এর শুভেচ্ছা বার্তা
- ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা…।
- সকলকে জানাই ৭৫ তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।
- এমন এক সুন্দর দেশের অংশ হতে পেরে আমি গর্বিত! তাই দেশের এই প্রজাতন্ত্র দিবসে অনেক অনেক শুভেচ্ছা রইল।
- আমরা ঐক্যবদ্ধ, যে ঐক্যের সমস্ত কৃতিত্ব যায় আমাদের প্রজাতন্ত্রের। তাই ভারতবাসী হিসেবে আজ আমাদের গর্বের দিন।
- আমাদের দেশের জন্য বীর সৈনিকেরা জীবনের তোয়াক্কা করেননি। তাঁদের এই অবদান ভোলার নয়। সকল দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা!
- আমার ভারত মহান! শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪!
- ভেদাভেদ ভুলে আজ এক নতুন দেশ গড়ার শপথ নেওয়া যাক। যেখানে ধর্মান্ধতার নামে ঘৃণার কোনও স্থান নেই, ভালবাসাই হবে আমাদের একমাত্র ধর্ম।
- যাঁদের রক্ত দিয়ে লেখা ভারতবর্ষের নাম, তাঁদের সকলকে জানাই প্রণাম! শুভ প্রজাতন্ত্র দিবস ২০২৪
- ভারত আমার সর্ব মহান, আমার জন্মভূমি! জয় হিন্দ… Happy Republic Day 2024
- শহীদের রক্ত, যায়নি তো ব্যর্থ, উঠায়ে আওয়াজ, করিয়া প্রহার। পরাধীনতার গ্লানি ছিল যত, শহীদেরা প্রণাম লহ তবে, আমার থেকে শত শত। শুভ সাধারণতন্ত্র দিবস!