Varun Dhawan: Actor Varun Dhawan and his wife Natasha dalal expecting their first child

Varun Dhawan: বাবা হতে চলেছেন বরুণ! বিয়ের তিন বছরের মাথায় দিলেন সুখবর

দ্বিতীয় বার অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। সম্প্রতি বাবা হয়েছেন অভিনেতা বিক্রান্ত মেসি। এরই মধ্যেই বলিপাড়ায় আরও এক খুশির খবর। বাবা হচ্ছেন আরও এক জনপ্রিয় নায়ক। তিনি আর কেউ নন, অভিনেতা বরুণ ধাওয়ান। স্ত্রী নাতাশা দালালের বেবিবাম্পের এক মিষ্টি ছবি শেয়ার করে বরুণ লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই’। সঙ্গে জুড়ে দিয়েছেন লাল হার্টও।

২০২১ সালের ২৪ জানুয়ারি দীর্ঘ ১৪ বছরের বন্ধু পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন বরুণ। কিন্তু অনেকেই হয়তো জানেন না, শুরুতে বরুণের সঙ্গে সম্পর্কে জড়াতে রাজি ছিলেন না নাতাশা। বেশ কয়েক বার প্রেম নিবেদন করেছিলেন বরুণ। তার পর নাকি নাতাশা শেষ পর্যন্ত রাজি হন। এক সময় বরুণ নিজের মুখেই এই কথা জানান। একটি সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘‘ও আমাকে তিন-চার বার না বলেছিল। কিন্তু আমি হাল ছাড়িনি।’’

প্রায় তিন বছর পর দুই থেকে তিন হচ্ছেন ওঁরা। ধাওয়ান পরিবারে খুশির হাওয়া।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)