Lok Sabha Election 2024 : ECI announces Lok Sabha election 2024 schedule

Lok Sabha Election 2024: আবারও ৭ দফায় লোকসভা ভোট! গণনা ৪ জুন জানুন, বিস্তারিত সূচি

এবারও সাত দফায় দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে। আগামী ১৯ এপ্রিল থেকে আগামী ১ জুন পর্যন্ত ভোটগ্রহণ চলবে। আর আগামী ৪ জুন ভোটগণনা হবে বলে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে।

ভারতের কোন রাজ্যে কোন দফায় নির্বাচন?

প্রথম দফায় (১৯ এপ্রিল)— পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তীসগঢ়, তামিলনাড়ু, পুদুচেরি, লক্ষদ্বীপ, আন্দামান নিকোবার, বিহার, সিকিম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, অরুণাচলপ্রদেশ

দ্বিতীয় দফা (২৬ এপ্রিল)— কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, বিহার, পশ্চিমবঙ্গ, জম্মু ও কাশ্মীর, অসম, মণিপুর, ত্রিপুরা

তৃতীয় দফা (৭ মে)— জম্মু ও কাশ্মীর, গুজরাত, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, অসম, ছত্তীসগঢ়, গোয়া, দাদরা-নগর হভেলী ও দমন-দিউ

চতুর্থ দফা (১৩ মে)— মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড

পঞ্চম দফা (২০ মে)— লাদাখ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মহারাষ্ট্র

ষষ্ঠ দফা (২৫ মে)— দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা

সপ্তম দফা (১ জুন)— হিমাচল প্রদেশ, পঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা

চার রাজ্যের বিধানসভা নির্বাচন

সিকিম, ওড়িশা, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ— চার রাজ্যে বিধানসভা নির্বাচনও হবে লোকসভার সঙ্গে। পাশাপাশি, বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলঙ্গানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, কর্নাটক, তামিলনাড়ুতে  উপনির্বাচন লোকসভার সঙ্গেই হবে বলে রাজীব জানিয়েছেন।

অরুণাচল প্রদেশে বিধানসভা নির্বাচন— ১৯ এপ্রিল

সিকিমে বিধানসভা নির্বাচন— ১৯ এপ্রিল

অন্ধ্রপ্রদেশে বিধানসভা নির্বাচন— ১৩ মে

ওড়িশায় বিধানসভা নির্বাচন হবে চার দফায়, যথাক্রমে— ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন।

চার রাজ্যেই গণনা ৪ জুন।