প্রাক্তন বিচারপতির রাজনৈতিক দলে যোগদান নিয়ে এমনিতেই বঙ্গ-রাজনীতির আড্ডা সরগরম। প্রশ্ন উঠেছে রাজনীতি ও বিচারবিভাগের আলাদা থাকার নীতি নিয়েও। এরই মধ্যে প্রাক্তন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিংহ ভাদোরিয়া যোগদান করলেন বিজেপিতে। আজ নয়াদিল্লিতে দলের সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের উপস্থিতিতে দলের পতাকা ও উত্তরীয় বরণ করেন তিনি।
২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি বায়ুসেনা প্রধান হিসাবে নিযুক্ত হন। ২০২১ সালে অবসর নেন রাকেশ। রবিবার বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘‘নতুন ইনিংসে দেশ গঠনের কাজে যুক্ত হতে চাই। আমার কর্মজীবনের শেষ আট থেকে ১০ বছর স্বর্ণযুগ ছিল। এই সময়কালে সেনাকে অনেক উন্নত করেছেন নরেন্দ্র মোদী। এক পদ এক বেতন চালু করেছেন মোদী। কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নিয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় জোর দিয়েছে বিজেপি সরকার। মোদীর রাজত্বে দেশের মানুষের মনোবল বৃদ্ধি পেয়েছে।’’
#WATCH | After joining the BJP, former Chief of Air Staff, Air Chief Marshal RKS Bhadauria (Retd.) says, “… I thank the party leadership for giving me this opportunity to contribute to nation-building once again. I served the IAF for more than four decades, but the best time of… pic.twitter.com/B7U7pazklr
— ANI (@ANI) March 24, 2024
রাকেশের যোগদান প্রসঙ্গে বিনোদ বলেন, ‘‘প্রায় ৪০ বছর বায়ুসেনায় কাটিয়েছেন রাকেশ। দীর্ঘ দিন ধরে আত্মবিশ্বাসের সঙ্গে তিনি কাজ করেছেন। এ বার রাজনৈতিক ময়দানে তিনি সক্রিয় ভাবে কাজ করতে চান। বিজেপি পরিবারে তাঁকে স্বাগত জানাই।’’ নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন রাকেশ। অবসরের পর থেকেই বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন প্রাক্তন ওই বায়ুসেনা প্রধান। পদ্মশিবিরে তাঁর যোগদান নিয়ে জল্পনায় তৈরি হয়। বিজেপির পঞ্চম প্রার্থিতালিকা প্রকাশের আগে তিনি বিজেপিতে যোগ দিন।
আরকেএস ভাদুরিয়া হলেন প্রথম ভারতীয় বায়ুসেনা আধিকারিক যিনি রাফালে বিমান চালিয়েছেন। এবং ফ্রান্সের থেকে এই বিমানগুলি কেনার চুক্তি রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ৩৬ বছরের বর্ণময় কর্মজীবনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (NDA) এই প্রাক্তনী অনেক দায়িত্ব সামলেছেন। ২৬টি ভিন্ন ধরনের যুদ্ধবিমান চালানোর পাশাপাশি ৪২৫০ ঘণ্টা আকাশে ওড়ার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। ১৯৮০ সালে বায়ুসেনার ফাইটার স্ট্রিমে যোগ দেওয়ার পর থেকে পিভিএসএম, এভিএসএম, ভিএম ও এডিসি-র দায়িত্ব সামলেছেন। চার দশক ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পাশাপাশি একাধিক পুরস্কারও পেয়েছেন ভাদুরিয়া।
লোকসভায় (Lok Sabha 2024) হয়তো টিকিটও দেওয়া হতে পারে ভাদুরিয়াকে। যদিও বিরোধীরা প্রশ্ন তুলছে, বিতর্কিত রাফালে চুক্তিতে সরকারকে সাহায্য করার পুরস্কার হিসাবেই কি প্রাক্তন বায়ুসেনা প্রধানকে দলে নিল বিজেপি?