Kajol is busy shooting in maa movie in park street on Sunday

Kajol: শনিবার দক্ষিণেশ্বরে পুজো, রবিবাসরীয় মেঘলা সকালে পার্কস্ট্রিটে শুটিং কাজলের

শনিবারই মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিয়েছেন কাজল (Kajol)। সঙ্গে ছেলে যুগও ছিল।এর আগে শান্তিনিকেতন ঘুরে এসেছেন তিনি। ররিবারের সকালে পার্ক স্ট্রিটে দেখা গেল অভিনেত্রীকে। পরনে গোলাপি রঙের জাম্পস্যুট, চোখে রোদচশমা। ‘ফ্লুরিজ়’-এর সামনে হেঁটে যাচ্ছিলেন অভিনেত্রী। এ দিকে সকালে পার্ক স্ট্রিটের রাস্তায় পুলিশ মোতায়েন, অভিনেত্রীকে দেখে ইতিউতি উঁকি দিচ্ছেন পথচারীরা।

তবে একা কাজল নন, তাঁর সঙ্গে এ দিন দেখা গেল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকেও।  যিনি বলিউড দিয়ে কাজ শুরু করলেও আপাতত টলিউডে চুটিয়ে কাজ করছেন। ইন্দ্রনীল সেনগুপ্ত। বাংলা সিনেইন্ডাস্ট্রির নতুন ফেলুদা। ‘নয়ন রহস্য’-এর কাজ শেষ করে বলিউড হরর ড্রামা ‘মা’-এর কাজে হাত দিয়েছেন।

এই মুহূর্তে কাজল কলকাতায় রয়েছেন ‘মা’ ছবির শুটিংয়ে। বিশাল ফুরিয়া পরিচালিত এই ছবি মূলত থ্রিলার ঘরানার। মুখ্য চরিত্রে রয়েছেন কাজল ও রণিত রায়। রবিবারই শেষ পর্বের শুটিং। শোনা যাচ্ছে, ৮ এপ্রিল মুম্বই ফিরে যাবেন অভিনেত্রী। তবে শহরে একা নন, অভিনেত্রীর মা এবং ছেলেও রয়েছেন কলকাতায়। শুটিংয়ের ফাঁকে কাজল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি দিয়ে লিখলেন,‘‘যখন তুমি অনেক কিছু বলতে চেয়েও পারো না, তোমার চেহারা তখন সবটা বলে দেয়।’’ ছবিতে খানিক হাসি চেপে রয়েছেন অভিনেত্রী। অন্তত তাঁর অভিব্যক্তিতে তা-ই মনে হচ্ছে।

২০২২-এ ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী। যদিও সেই দু’বার ঝটিকা সফরে আসেন কাজল। কিন্তু এ বার টানা অনেক দিন থাকলেন এ রাজ্যে।

শনিবার লাল সালোয়ার পরে ডালা সাজিয়ে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছিলেন কাজল। প্রবীণ তনুজাকে দেখা যায় হুইলচেয়ারে। বার্ধক্যের ভারে নুইয়ে গেলেও এখনও স্বতঃস্ফূর্ত মেজাজে হাসিখুশি থাকেন তনুজা। দুই অভিনেত্রীকে দেখেই এদিন ভিড় জমে যায় মন্দির চত্বরে।