Rupanjana Mitra Wedding look revealed

Rupanjana Mitra: পানে আঁকা পদ্মফুল, পরনে লাল বেনারসি, ছেলেকে কোলে নিয়েই বিয়ে রূপাঞ্জনার

শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রাতুল মুখোপাধ্যায়। সকাল থেকে শুরু হয়েছে বিয়ের অনুষ্ঠান। সকালে নান্দীমুখ থেকে গায়েহলুদ, সব অনুষ্ঠানেই হয়েছে। সবটাই ঘরোয়া ভাবে সম্পন্ন হচ্ছে। প্রায় ছ বছরের সম্পর্ক তাঁদের। এ বার স্বামী-স্ত্রী হলেন তাঁরা।

সিঙ্গল মাদার রূপাঞ্জনা। ২০১৭ সাল থেকে ছেলে রিয়ানকে একাই বড় করেছেন তিনি। সিরিয়াল, সিনেমার কাজের পাশাপাশি পরিবারের সমস্ত দায়িত্ব সামলান অভিনেত্রী। রাতুলও টলিপাড়ার চেনা মুখ। শুটিং ফ্লোরেই নাকি দুজনের আলাপ। তার পর বন্ধুত্ব ও প্রেম। নিজের সম্পর্ক নিয়ে কখনও লুকোছাপা করেননি রূপাঞ্জনা। বরং হামেশাই জানিয়েছেন, তাঁদের সম্পর্ক পরিণত। এতে রিয়ানেরও কোনও সমস্যা নেই। তাইতো দার্জিলিংয়ে রাতুল-রূপাঞ্জনার বাগদানের সাক্ষী ছিল রিয়ান।  যখন রাতুলের সঙ্গে সম্পর্কে জড়ান, সেই সময় রূপাঞ্জনার ছেলের বয়স ছিল ৪ বছর। বর্তমানে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে।

একেবারে সিঁদুরে রাঙা বেনারসিতে সেজেছেন অভিনেত্রী।সঙ্গে গাঢ় সবুজ ব্লাউজ।  মাথায় শোলার মুকুট। গলায় গোলাপ ফুলের মালা। হাতে শাঁখা-পলা। হালকা সোনার গয়না। কপালে চন্দনের নকশা। একেবারে সাবেক সাজে দেখা গেল তাঁকে। গোধূলি লগ্নে পান সরিয়ে রাতুলকে দেখতেই রূপাঞ্জনার জীবনে নতুন রূপকথার শুরু। যে পান সরিয়ে রাতুলকে তিনি দেখলেন, অভিনবত্ব রয়েছে সেই পানেও। পান পাতায় আঁকা আঁকা, সঙ্গে লেখা শুভবিবাহ।

সব ধর্মীয় নিয়ম নীতি মেনে বিয়ে করছেন, আগেই জানিয়েছিলেন অভিনেত্রী।  নিউটাউনের এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের বাসর।