‘আমরাই কি কেবলমাত্র বহিরাগত? আমাদেরই গণ্ডা গণ্ডা বাচ্চা?’ নরেন্দ্র মোদীর মুসলিম ইস্যুতে করা মন্তব্য নিয়ে এবার সরব আকবরউদ্দিন ওয়াইসি। একটি নির্বাচনী জনসভায় তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা কি জানেন অটল বিহারী বাজপেয়ীর কতজন ভাইবোন ছিল? সাত জন। এরপরও বলবেন মুসলিমদেরই কেবলমাত্র বেশি সন্তান থাকে। অমিত শাহেরও সাত জন ভাইবোন ছিলেন। নরেন্দ্র মোদীরা ছয় ভাইবোন।’
হায়দরাবাদের এমপি এআইএমআইএম নেতা আসাউদ্দিন ওয়েইসি একটি লম্বা তালিকা প্রকাশ করেছেন দেশের প্রথমসারির বিজেপি নেতাদের ভাইবোনের সংখ্যা নিয়ে। তাঁর প্রকাশিত তালিকা অনুযায়ী আরএসএস প্রধান ভাগবতের চার ভাইবোন। যোগী আদিত্যনাথ, অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারা ভাইবোন মিলিয়ে সাতজন।
রবিবার রাজস্থানের বাঁশোয়াড়ার জনসভায় নরেন্দ্র মোদী বলেন, ‘কংগ্রেস SC-ST সংরক্ষণ কমিয়ে তা মুসলিমদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে। কংগ্রেস ষড়যন্ত্র করে আপনাদের থেকে সম্পত্তি ছিনিয়ে নেবে। নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সেই সম্পত্তি বিলিয়ে দেওয়া হবে। যাদের অনেক অনেক বাচ্চা রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেবে। আমাদের মা-বোনেদের ঘরে যে সোনাদানা রয়েছে, যে স্ত্রীধন রয়েছে তা ছিনিয়ে নিতে চাইছে এরা। আইন বদলে দেবে। আপনার সমস্ত সম্পত্তি নিয়ে দেবে মুসলিমদের মধ্যে তা বিলিয়ে দেওয়া হবে। আপনারা তা মেনে নিতে পারবেন তো?’
এরপরেই কংগ্রেস অবশ্য ভদ্র ভাষায় প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছে, তাঁরাও ভাইবোন মিলিয়ে মোট ছয়জন। কংগ্রেস নরেন্দ্র মোদীকে বার্তা দিতে চেয়েছে তিনি যেন অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের বাবা মায়ের কথা মাথায় রাখেন।