JP Nadda, Amit Malviya summoned by Karnataka police over controversial social media post

JP Nadda: মুসলিম সংরক্ষণ নিয়ে বিতর্কিত পোস্ট, নাড্ডা-মালব্যকে তলব কর্নাটক পুলিশের

লোকসভা ভোটের মাঝেই বড় অস্বস্তিতে পড়ল বিজেপি শিবির। কারণ পুলিশ তলব করেছে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। তিনি একা নয়, তাঁর সঙ্গে ডেকে পাঠানো হয়েছে বিজেপি আইটি সেল প্রধান অমিত মালব্যকেও।

দিনকয়েক আগে কর্নাটক বিজেপির (BJP) এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয় একটি কার্টুনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, তফসিলি জাতি-উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির বরাদ্দ সংরক্ষণ মুসলিমদের হাতে তুলে দিচ্ছেন রাহুল গান্ধী।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দলের একাধিক নেতা সাম্প্রতিক সময়ে এমনই দাবি করছেন। সেই পোস্টের প্রেক্ষিতেই কর্ণাটক পুলিশ নাড্ডা এবং অমিত মালব্যকে তলব করেছে। কারণ পোস্টে তাঁদের দুজনের নাম ছিল।

প্রসঙ্গত নির্বাচনের (Lok Sabha 2024) মধ্যেই দলীয় প্রার্থীদের চিঠি লিখে মোদি জানিয়েছিলেন, “তফসিলি জাতি-উপজাতি এবং ওবিসিদের থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার পরিকল্পনাই কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের রাজনীতি। এটার বিরোধিতা করতে হবে।” কর্ণাটক প্রদেশ কংগ্রেস এই নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল। বলা হয়েছিল, বিজেপির তরফে যে পোস্ট দেওয়া হয়েছে তা নির্বাচনী বিধি লঙ্ঘন করে।

বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশ স্টেশনে এই ইস্যুতে এফআইআর দায়ের হয়। তারপরই বিজেপির এই দুই নেতাকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ। আগামী এক সপ্তাহের মধ্যে তলবে সাড়া দিতে হবে জেপি নাড্ডা এবং অমিত মালব্যকে। এর আগে অবশ্য নির্বাচন কমিশনের তরফে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছিল ওই পোস্ট মুছে দেওয়ার জন্য। কিন্তু বিজেপি সেই নির্দেশ মানেনি।

সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট না মোছায় কমিশন সরাসরি এক্স হ্যান্ডেল কর্তৃপক্ষকেই নোটিস পাঠায় ওই পোস্ট মুছে দেওয়ার জন্য। বিতর্ক বাড়তে থাকায় রাজ্য পুলিশ দলের শীর্ষ দুই নেতাকেই ডেকে পাঠাল।