১২ মে বিশ্ব মাতৃদিবস ২০২৪ পালিত হতে চলেছে। রবিবারের এই বিশেষ দিনটি উদযাপিত হয় মাকে কেন্দ্র করে। মা ও সন্তানের সম্পর্ককে উদযাপন করার আলাদা সুযোগ এই দিন। ফলে এমন দিনে মাকে সারপ্রাইজ দিতে বা তাঁকে বিশেষ বার্তা পাঠানোর কোনও সুযোগ মিস করবেন না। রইল মাতৃদিবসে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বিখ্যাত কিছু উক্তি ও বার্তা।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত—মহানবী হজরত মুহাম্মদ (সা.)
মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।
-বুখারি শরিফ।
যার মা আছে, সে কখনোই গরিব নয়—আব্রাহাম লিংকন
আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সব অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শিক্ষার ফল—জর্জ ওয়াশিংটন
মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা—হুমায়ূন আহমেদ
মায়ের ভালোবাসা এতটাই শক্তিশালী যে এটি সব সময় নিজের চিহ্ন রেখে যায়। এত বেশি গভীর আর শক্তিধর সেই ভালোবাসা, যা সারা জীবন সুরক্ষা কবজের মতো আমাদের ঘিরে থাকে—জেকে রাউলিং (ব্রিটিশ লেখিকা)
আমার মা মনে করেন আমিই সেরা আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।
দিয়াগো ম্যারাডোনা।
কান্নার সেরা জায়গা হল মায়ের কোলে।
-জোডি পিকোল্ট