Lok Sabha Election 2024: Mamata Banerjee Expressed Anger On Minakhan Tmc Mla Usha Rani Mondal Ahead Lok Sabha Election

Lok Sabha Election 2024: পায়ে ধরে ক্ষমা না চাইলে ঊষারানিকে মানি না, মিনাখাঁর ‘বিজেপি ঘেঁষা’ বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ মমতার

তৃণমূল বিধায়ক ও তাঁর স্বামীর বিরুদ্ধে ভরা জনসভাতেই বিজেপি ঘনিষ্ঠতার অভিযোগ তুললেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হাড়োয়ায় জনসভা করতে গিয়ে মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডলের সঙ্গে সম্পর্ক ত্যাগের কথা বললেন তিনি। জনসভা থেকে তাঁর স্পষ্ট বক্তব্য, ‘‘তৃণমূলের এমএলএ থাকবেন, কিন্তু মিটিংয়ে আসবেন না, তা চলবে না। যতক্ষণ পায়ে ধরে ক্ষমা না চাইবে, ততক্ষণ ঊষারানি মণ্ডলের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আপনাদের মতো লোক চাই না। আপনি স্বামীকে নিয়ে দলটাকে বেচে দেবেন ভাবছেন? এটা মানব না।’’

তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডল এবং তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল বিজেপির সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেছেন বলেও অভিযোগ করেন তিনি। তৃণমূল বিধায়কের পরিবর্তে তৃণমূলের আলাদা টিম তৈরি করার কথাও এদিন মঞ্চ থেকে জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ‘তৃণমূল নেতা তৈরি করে। একজন চলে যায় কোটি লোক জন্মায়। নতুন টিম তৈরি করো। ব্লকে যারা আছে। জেলায় যারা আছে।’ জেলা নেতৃত্বকে পৃথক সাংগঠনিক লাইন তৈরি করে দেওয়ার পরামর্শ দিয়ে যান দলনেত্রী।

প্রসঙ্গত, ২০১১ সাল থেকেই উত্তর ২৪ পরগনার মিনাখাঁ কেন্দ্র থেকে জয়ী হন ঊষারানি মণ্ডল। এরপর থেকে টানা তিনবার তিনি তৃণমূলের টিকিটে এই কেন্দ্র থেকে জয়ী হন। উল্লেখ্য, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই মিনাখাঁ বিধানসভা কেন্দ্র। তবে, বেশ কিছুদিন ধরে বিধায়কের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এমনকি, আজ দলনেত্রীর সভাতেও তিনি অনুপস্থিত ছিলেন। তাঁকে অনুপস্থিত দেখেই ক্ষোভপ্রকাশ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।