তৃতীয় বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিধ্বংসী ব্যাটিং লাইন আপকে তাসের ঘরের মতো উড়িয়ে দিল কেকেআরের বোলাররা। ২০১২ ও ২০১৪-র পর ২০২৪ সালে খেতাব জয় করলো কেকেআর। সবথেকে মূল্যবান প্লেয়ার নির্বাচিত হয়েছেন কলকাতার সুনীল নারিন। একনজরে দেখে নেওয়া যাক কে কোন পুরস্কার জিতলেন।
অরেঞ্জ ক্যাপ: বিরাট কোহলি (আরসিবি)- ৭৪১ রান
পার্পল ক্যাপ: হর্ষল প্যাটেল (পাঞ্জাব কিংস)- ২৪ উইকেট
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: সুনীল নারিন (কেকেআর)
ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য সিজন: সুনীল নারিন (কেকেআর)
ফেয়ার প্লে: সানরাইজার্স হায়দরাবাদ
ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য সিজন: জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক (দিল্লি ক্যাপিটালস)
সর্বাধিক ছয়: অভিষেক শর্মা- ৪২ (সানরাইজার্স)
সর্বাধিক চার: ট্রেভিস হেড- ৬৪ (সানরাইজার্স)
ইমার্জিং প্লেয়ার: নীতীশ রেড্ডি (সানরাইজার্স)
সেরা ক্যাচ: রমণদীপ সিং (কেকেআর)
সেরা স্টেডিয়াম: রাজীব গান্ধী স্টেডিয়াম, হায়দরাবাদ
ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ: মিচেল স্টার্ক
ফাইনালে ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য ম্যাচ: মিচেল স্টার্ক
এছাড়া চ্যাম্পিয়ন দল কেকেআর পেয়েছে ২০ কোটি টাকা। রানার্স আপ হায়দরাবাদের ঝুলিতে গেছে ১২.৫ কোটি টাকা। তৃতীয় হওয়া রাজস্থান পেয়েছে ৭ কোটি এবং চতুর্থ হওয়া আরসিবি পেয়েছে ৬.৫ কোটি টাকা।
রবিবার টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। কিন্তু প্রায় ২৫ কোটির স্টার্ক প্রথম ওভারেই অভিষেক শর্মাকে প্যাভিলিয়নে ফেরান। তারপর থেকে একের পর এক উইকেটের পতন হতে থাকে হায়দরাবাদের। ফাইনালের দিনও ট্রাভিস হেড ফেরেন শূন্য রানে। ১৮.৩ ওভারে ১১৩ রানে শেষ হয় হায়দরাবাদের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১০.৩ ওভারেই ম্যাচ জিতে নেয় কলকাতা। সার্বিকভাবে ২০২৪ মরশুমটি দুর্দান্ত গেল কেকেআরের (KKR)। নাইটরা যেমন দল হিসাবে দারুণ খেললেন, তেমনই ব্যক্তিগতভাবে একাধিক ক্রিকেটার জিতে নিলেন সেরার শিরোপা। গোটা মরশুমে কেকেআর হেরেছে মাত্র ৩ ম্যাচ। যা এ পর্যন্ত আইপিএলে রেকর্ড।