রেশন দুর্নীতি (Ration Scam) মামলায় এবার ইডির (ED) রাডারে টলিউড অভিনেত্রী। রেশন দুর্নীতি মামলায় ইডির রাডারে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার টালিগঞ্জের অভিনেত্রীকে তলব করল ED। ভোটের ফল ঘোষণার পরের দিন, ৫ জুন, সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে ঋতুুপর্ণা সেনগুপ্তকে। ED সূত্রে খবর, আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য যাচাইয়ের জন্য টালিগঞ্জের এই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় এজেন্সি (ED on Ration Scam)।
মায়ামি থেকে ঋতুপর্ণা ফোন বলেন, “আমি সংবাদমাধ্যম থেকেই এসব শুনছি। রেশন দুর্নীতি কী আর কীসের নোটিস, কিছুই আমি জানি না।” ঋতুপর্ণা আরও বলেন, “বাড়িতে খোঁজ নিয়েছি, কোনও চিঠি আসেনি। আমার অফিসেও কোনও চিঠি আসেনি।” অভিনেত্রী বলেন, চিঠি পেলে না হয় আইনি পরামর্শ নেব।
ঋতুপর্ণা আরও জানালেন, ”সামনে আমার অনেকগুলো ছবির মুক্তি রয়েছে। তার মাঝে এমন খবর, মোটেই আমার জন্য ভালো নয়। আমার সম্মানহানি হল। সারাজীবন পরিশ্রম করছি। হঠাৎ করে আমার নামে এমন বলে দেওয়া খুবই অন্যায়।” তাহলে কি ইডির ডাকে যাবেন? ঋতুপর্ণার স্পষ্ট জাবাব, ”এ ব্যাপারে আইনজীবীর পরামর্শ নেব।”
আগামী ৫ জুন ইডি দপ্তরে ডাকা হয়েছে অভিনেত্রীকে। প্রাথমিক খবর অনুযায়ী, ব্যাঙ্কে লেনদেনের তথ্যর উপর ভর করেই জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রীকে ইডি তলব করেছে। এর আগে ২০১৯ সালের জুলাইয়ে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রোজভ্যালিকাণ্ডে তদন্তকারী সংস্থা ইডি জিজ্ঞাসাবাদ করেছিল।
একসময় রোজভ্যালি বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিল। যে ছবির কয়েকটি অভিনয়ও করেছিলেন ঋতুপর্ণা। সেই সূত্রেই ঋতুপর্ণার সঙ্গে সংস্থার কর্ণধার গৌতম কুণ্ডুর যোগাযোগ হয়েছিল বলে ইডির তরফে সে সময় জানানো হয়েছিল। আর তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে ইডি তলব করেছিল ঋতুপর্ণাকে।