Parliament Session: First Lok Sabha and Rajya Sabha session post 2024 elections from June 24 to July 3

Parliament Session: চলতি মাসেই নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশন, জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী

১৮ তম লোকসভা নির্বাচনের পর শেষ হয়েছে সরকার গঠন প্রক্রিয়া। এর পরই নয়া সরকারের প্রথম সংসদ অধিবেশনের দিন ঘোষণা করলেন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি জানিয়ে দিলেন, আগামী ২৪ জুন হতে চলেছে প্রথম লোকসভা অধিবেশন। পাশাপাশি ২৭ জুন শুরু হবে রাজ্যসভার অধিবেশন। শেষ হবে ৩ জুলাই।

কিরেণ জানিয়েছেন, নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাংসদ হিসাবে শপথ গ্রহণ, স্পিকার নির্বাচন, রাষ্ট্রপতির ভাষণ এবং অন্যান্য আলোচনার জন্য আট দিনের এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে৷ সূত্রের খবর, ২৪ এবং ২৫ জুন সাংসদদের শপথগ্রহণ হতে পারে।  এর পর ২৭ জুন সংসদে হবে রাষ্ট্রপতির ভাষণ। সেখানে আগামী ৫ বছরে সরকারের পরিকল্পনা কী, তার রূপরেখা তুলে ধরবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাব পাঠ করবেন। প্রধানমন্ত্রীর ধন্যবাদ প্রস্তাবের পালটা বিতর্কে অংশ নেবে বিরোধী শিবির। লোকসভা স্পিকারের নির্বাচন হতে পারে ২৬ জুন।

গত রবিবার দেশের প্রধানমন্ত্রী হিসাবে তৃতীয় বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। শপথ নিয়েছেন বাকি পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা। তবে শপথগ্রহণের পরের দিন থেকেই এনডিএ-র শরিক দল তথা চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) বিজেপিকে চিন্তায় ফেলে দিয়েছে।

বিজেপি কেন্দ্রীয় মন্ত্রিসভায় টিডিপি নেতা কে রামমোহন নায়ডুকে বিমান মন্ত্রকের দায়িত্ব দিলেও চন্দ্রবাবু এখনও লোকসভার স্পিকারের পদের দাবিতে অনড়। পাল্টা চালে বিজেপি অন্ধ্রপ্রদেশেরই বিজেপি সভানেত্রী ডি পুরন্দেশ্বরীর নাম স্পিকারের পদের জন্য এগিয়ে দিচ্ছে। পুরন্দেশ্বরী সম্পর্কে চন্দ্রবাবুর শ্যালিকা। শ্যালিকার জন্য জামাইবাবু নিজের দাবি থেকে সরে আসতে পারেন বলে বিজেপি নেতাদের আশা। উল্টো দিকে কংগ্রেসের তরফে চন্দ্রবাবুকে বার্তা দেওয়া হয়েছে, তেলুগু দেশম স্পিকার পদের জন্য প্রার্থী দিলে কংগ্রেস সমর্থন করতে পারে। অন্য দিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউ-ও স্পিকারের চেয়ারের দিকে নজর রাখছে বলে সূত্রের খবর৷