২০২৪ লোকসভা নির্বাচনে ৪০০ পারের স্লোগান তুলে নির্বাচনে ঝাঁপিয়ে ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। কিন্তু তাঁদের থামতে হয় ২৪০ আসনে। যা নিয়ে এবার বিজেপির নাম উল্লেখ না করেই কটাক্ষ করলেন খোদ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
বৃহস্পতিবার জয়পুরে এক ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় আরএসএস জাতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার বলেন, ‘ “২০২৪ সালে গণতন্ত্রের উৎসবের (Lok Sabha 2024) মাধ্যমেই রামের ন্যায়বিচার দেখা যেতে পারত। যে দল রামের উপাসনা করত তারাই বৃহত্তম দল হয়েছে। কিন্তু ভগবান রামের উপাসকরা পরে অহংকারী হয়ে উঠেছিল। ওই দল যা ভোট যা ক্ষমতা পেতে পারত, তাদের দম্ভের কারণে সেটা পেতে দেননি ভগবান রাম।” তবে বিজেপির (BJP) নাম করেননি ইন্দ্রেশ। কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, প্রকৃত ভক্তের মধ্যে কখনও অহংকার থাকে না।
Senior ideologue of the RSS says those who were arrogant were stopped at 241, taking on the BJP
Indresh Kumar below pic.twitter.com/uudyhktHUd
— Sneha Mordani (@snehamordani) June 14, 2024
গত দশ বছরে বিজেপির পিছনে সংখ্যার জোর থাকায় একদিকে আরএসএস যেমন বিভিন্ন বিষয়ে চেয়েও মুখ খুলতে পারেনি, তেমনই বিজেপি নেতাদের একাংশ সঙ্ঘকে সে ভাবে গুরুত্ব দেননি। লোকসভার ফলপ্রকাশের ক’দিন আগেই বিজেপি সভাপতি জেপি নাড্ডা এক সাক্ষাৎকারে সে কথা কার্যত স্বীকারও করেছিলেন। এ বারের ভোটে বিজেপি একক ভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর থেকেই প্রকাশ্যে সরব হতে শুরু করেন সঙ্ঘ নেতৃত্ব। প্রথমে মোহন ভাগবত কারও নাম না করে বার্তা দেন, প্রধান সেবককে নম্র হতে হবে। ওই বার্তা যে মোদীর উদ্দেশেই, তা নিয়ে নিঃসংশয় সব মহলই। নিজেদের মুখপত্র ‘অর্গানাইজ়ার’এ দুর্নীতিগ্রস্ত নেতাদের এনডিএ জোটে অন্তর্ভুক্তির সমালোচনা করে সরব হয় আরএসএস।বার্তা স্পষ্ট, এত দিন চুপ থাকলেও আগামী দিনে বিজেপির প্রতিটি পদক্ষেপের উপর যে সঙ্ঘ নেতৃত্বের নজর থাকবে, তা তৃতীয় সরকারের গোড়া থেকেই বুঝিয়ে দিতে চাইছেন সঙ্ঘ নেতারা।
উল্লেখ্য, লোকসভা ভোটের মধ্যেই আরএসএসের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক সাক্ষাৎকারে তিনি দাবি করছিলেন, “বিজেপি এখন যথেষ্ট সক্ষম। আরএসএসের সাহায্য ছাড়াও দল হিসাবে চলতে পারে।” বকলমে বিজেপি সভাপতি বুঝিয়েছিলেন, দল হিসাবে চলার জন্য সংঘের আর বিশেষ প্রয়োজন তাঁদের নেই। এবার সেই মন্তব্যের পালটা দিলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।