Aparajita Adhya Is Shocked As Her Serial Jol Thoi Thoi Bhalobasha Going To Be End

Aparajita Adhya: শেষ হচ্ছে ‘জল থই থই ভালবাসা’! জলসাকে কটাক্ষ অপরাজিতার

TRP-তে একটু কম এলেই সেই সিরিয়াল বন্ধ করার নতুন চল শুরু হয়েছে। গত কয়েকদিনে স্টার জলসা, জি বাংলার একাধিক সিরিয়ালের বন্ধ হওয়ার খবর মিলেছে। আর এই তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালোবাসা’। এদিকে মাত্র ৯ মাস আগে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রাত ৯টার স্লট দখলেও রেখেছিল গোটা টিম। তবে হঠাৎই সেই জায়গায় দেওয়া হয়েছে অন্য সিরিয়াল।

জল থই থই ভালোবাসা অসময়ে বন্ধ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন অপরাজিতা আঢ্য। TRP ভালো থাকা সত্ত্বেও তাঁর ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তিনি যে বিরক্ত, তা অপরাজিতার মন্তব্যেই বেশ স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল বন্ধ নিয়ে একটা পোস্টের কমেন্টে অপরাজিতা লেখেন, “এতটাই হাস্যকর যে এটা দেখে আর না লিখে পারলাম না। যে সব সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে। আর আমরা রেটিংয়ে এতটাই এগিয়ে আছি, স্লট লিডার শেয়ার বেশি সেই ধারাবাহিক আগে বন্ধ করে দিল। হাহাহাহা এখানে হাসি ছাড়া আর কিছুই আসছে না।”

সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত শুভ বিবাহ শুরু হচ্ছে ১৭ই জুন থেকে রাত ৯টা থেকে। আর তাতেই বন্ধ হতে হচ্ছে ‘জল থই থই ভালোবাসা’-কে। অনেকে শুরুতে ভেবেছিলেন, এই সিরিয়ালকে অন্য স্লট দেওয়া হবে। তবে সেটা আর হচ্ছে না। অপরাজিতার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, ‘লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া ছাড়া কিছু লেখেন না। আর এই সিরিয়ালটা পরকীয়া ছাড়া ছিল তাই তাঁর লিখতে কষ্ট হচ্ছিল।’ কেউ আবার স্টার জলসার প্রতি ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘স্টার জলসা বরাবরই এমনই করে। অভিনেতা-অভিনেত্রীদের কদর করতে জানে না। তাই স্লটলিডার সিরিয়ালকে বন্ধ করে দিচ্ছে।’

প্রসঙ্গত, টিআরপি জানাচ্ছে স্টার জলসার হাল বিগত বেশ কিছু মাস ধরেই বেশ খারাপ যাচ্ছে। বলে বলে গোল দিচ্ছে জি বাংলা। জল থই থই এই সপ্তাহে সাত নম্বরে আছে ঠিকই তবে জলসাতে তাঁর স্থান দুই। সেই ধারাবাহিক কেন বন্ধ করে দেওয়া হচ্ছে আচমকার সে ব্যাখ্যা অবশ্য মেলেনি চ্যানেলের তরফে। নেটিজেনদের দাবি, স্টার জলসা কোনও ভালো ধারাবাহিক চালাতে পারে না। তাই তাঁদের টিআরপি-এর এই হাল।