Bratya Basu: contractual teaching staff the amount of retirement allowance has increased

Bratya Basu: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময়ে পাবেন পাঁচ লক্ষ টাকা, জানালেন শিক্ষামন্ত্রী

রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর! তাঁদের অবসরকালের এককালীন ভাতার পরিমাণ বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল রাজ্য। বৃহস্পতিবার নিজের টুইটার হ্যান্ডেল থেকে এখবর জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

আশা কর্মী, সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ভলান্টিয়ারেরা অবসরের সময়ে এই সুবিধা যে পাবেন, তা আগে জানিয়েছিল নবান্ন। এ বার শিক্ষা দফতরের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীরাও এর আওতায় চলে এলেন। এক্সে ব্রাত্য লিখেছেন, ‘‘এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার  ভাইজার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।’’ সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ এপ্রিল, ২০২৪ থেকেই কার্যকর হবে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত যাঁদের অবসর হয়েছে, তাঁরাও এককালীন ভাতার বর্ধিত অঙ্ক পাবেন।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এর আগে  প্যারা টিচার, এসএসকে এবং এমএসকে’র শিক্ষক শিক্ষিকাদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ২ লাখ। অন্যদিকে একাডেমিক সুপার ভাইজারদের অবসরকালীন ভাতার পরিমাণ ছিল ১ লাখ টাকা। এবার তা বাড়িয়ে সকলের ক্ষেত্রেই পাঁচ লাখ করা হল। এখন থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরাও অবসরকালীন ভাতা পাবেন পাঁচ লাখ টাকা।

এর ফলে রাজ্যের প্রায় সাড়ে তিন লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন বলে শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে।