জনমত সমীক্ষা ও বিশেষজ্ঞদের অনুমানকে নির্ভুল প্রমাণ করে ব্রিটেনে ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী ঋষি সুনাককে হারিয়ে ১৪ বছর পর ক্ষমতায় ফিরল লেবার পার্টি। পূর্ণাঙ্গ ফলপ্রকাশের আগেই পরাজয় স্বীকার করে নিলেন ব্রিটেনের বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে যে, ৪০০-র কাছাকাছি আসন পেয়ে ব্রিটেনে ফের ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। শোচনীয় পরাজয় হতে চলেছে ক্ষমতাসীন দল কনজ়ারভেটির পার্টি (টোরি)-র। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ মোট আসন ৬৫০। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ‘জাদুসংখ্যা’ ৩২৬। জনমত সমীক্ষার ফল সত্যি হলে, প্রধানমন্ত্রী ঋষি সুনকের নেতৃত্বাধীন কনজ়ারভেটিভ পার্টির (টোরি) দ্বিগুণ ভোট এবং তিন গুণ আসন নিয়ে ক্ষমতা দখল করতে চলেছে কিয়ের স্টার্মারের নেতৃত্বাধীন লেবার পার্টি।
ভোটে জেতার পর উচ্ছ্বসিত লেবার নেতা কিয়ের স্টার্মার বলেন, আমরা দেশকে সর্বাধিক গুরুত্ব দেব। নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে পুরোপুরি ঘোষণা শেষ হলে ঋষি সুনাক রাজার কাছে গিয়ে পদত্যাগ পত্র জমা দিবেন। রাজা মি. স্টারমারকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। এসব সাক্ষাৎ সাধারণত বাকিংহাম প্যালেসে হয়ে থাকে। ঋষি ঋষি সুনাক ইতিমধ্যেই পরাজয় মেনে নিয়ে স্টারমারকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন।
জনমত সমীক্ষাতেই ইঙ্গিত ছিল যে, বিপুল আসনে জিতে ব্রিটেনে ক্ষমতায় আসতে চলেছে লেবার পার্টি। সমীক্ষার ফল প্রকাশ্যে আসার পর দলের প্রধান স্টার্মার বলেছিলেন, “ভোটারেরা পরিবর্তনের জন্য প্রস্তুত।” লন্ডনের হলবর্ন অ্যান্ড সেন্ট প্যানক্রাস আসন থেকে ১৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন স্টার্মার। নিজের জয় নিশ্চিত হতেই ভোটারদের ধন্যবাদ জানিয়ে স্টার্মার বলেন, “সব কিছুই আপনারা শুরু করেছিলেন। আপনারাই ভোট দিয়েছেন। এ বার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা।”
যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার ক্ষেত্রে খুব কম সময় নির্ধারিত।বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাককে ২৪ ঘণ্টার মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ছাড়তে হবে।
জয়ী হওয়ায় কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি এ অভিনন্দন জানান।কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির এই নেতাকে।কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন ইসারায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এক্স হ্যান্ডেলে অভিনন্দন বার্তা দিয়ে গ্রেট ব্রিটেন ও ইসায়েলের ভবিষ্যৎ সম্পর্ক আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি।