Expensive City: Mumbai costliest city to live in India! Hong Kong costliest, Islamabad cheapest in world: Check full list

Expensive City: বিশ্বের সবচেয়ে দামি শহর হংকং, সবচেয়ে সস্তা ইসলামাবাদ! কলকাতা কত নম্বরে?

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল চিনা ভূখণ্ডের ‘স্বশাসিত’ হংকং। সাম্প্রতিক একটি সমীক্ষায় বলা হয়েছে, প্রবাসী হিসাবে জীবনধারণের জন্য এক জন ব্যক্তিকে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় ওই শহরে।

আর্থিক সমীক্ষা সংস্থা ‘মার্সর’ প্রকাশিত ‘কস্ট অব লিভিং সিটি ব়্যাঙ্কিং ২০২৪’ অনুসারে, হংকং, দক্ষিণ-পূর্ব এশিয়ার সিঙ্গাপুর এবং ইউরোপের দেশ সুইৎজরল্যান্ডের জুরিখ প্রবাসীদের জন্য ২০২৪ সালে সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে চিহ্নিত হয়েছে। গত বছর থেকে এই তিনটি শহর তাদের অবস্থান ধরে রেখেছে। অন্যদিকে, জীবনযাত্রার খরচের দিক থেকে সবচেয়ে সস্তা শহরগুলির মধ্যে রয়েছে পকিস্তানের ইসলামাবাদ ও নাইজেরিয়ার লাগোস এবং আবুজা। পাকিস্তানের বেহাল অর্থনীতির কারণেই ইসলামাবাদের অবস্থান তলানিতে ঠেকেছে বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ।

কীভাবে তৈরি হয়েছে এই তালিকা? ‘মার্সর’ নামের এক সমীক্ষাকারী সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। ‘কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ শীর্ষক সেই রিপোর্টে বিশ্বের ব্যয়বহুল শহরের ক্রম হিসেবে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। গড় আয় এবং বসবাসের খরচ, পরিবহণের ব্যয়, খাদ্য ও পোশাকের ব্য়য়ের মতো ২০০টি বিষয় খতিয়ে দেখে তালিকাটি প্রস্তুত করা হয়েছে বলে দাবি। তালিকাটি প্রস্তুতের ক্ষেত্রে ‘বেস সিটি’ হিসেবে রাখা হয়েছে নিউ ইয়র্ককে। মূল্যস্ফীতি, বিনিময় হারের তারতম্য, অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি -রাজনৈতিক অস্থিরতা এবং ক্রমবর্ধমান সংঘাতের মতো একাধিক ফ্যাক্টর মাথায় রাখা হয়েছিল।

‘কস্ট অব লিভিং সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ অনুযায়ী ভারতের সবচেয়ে দামি শহর মুম্বই। ২২৬টি শহরের তালিকায় মহারাষ্ট্রের রাজধানীর স্থান ১৩৬। তার পরে দেশের রাজধানী দিল্লি (১৬৫)। এ ছাড়া, চেন্নাই (১৮৯), বেঙ্গালুরু (১৯৫), হায়দরাবাদ (২০২) এবং পুণে (২০৫)। তালিকায় ‘ভারতের সবচেয়ে সস্তা শহর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে কলকাতাকে। বিশ্বের ২২৬টি শহরের মধ্যে বাংলার রাজধানীর স্থান ২০৭ নম্বরে।