Alpha: Alia Bhatt, Sharvari's YRF spy universe film title revealed. Watch

Alpha: ‘স্পাই ইউনিভার্স’-এ এবার মহিলা গুপ্তচরদের গল্প? ইঙ্গিত দিল আলিয়া, শর্বরীর নতুন ছবি

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আলিয়া ভট্ট YRF-এর স্পাই ইউনিভার্সের পার্ট হতে চলেছেন। শুক্রবার আলিয়া নিজেই যখন আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করলেন এবং ছবির নামও প্রকাশ্যে আনলেন, তখন কেটে গেল সব ধোঁয়াশা। সোশ্যাল মিডিয়া পোস্টে আলিয়া জানিয়েছেন- ছবির নাম ‘আলফা’। এতে সুপার এজেন্টের ভূমিকায় আলিয়ার সঙ্গে দেখা যাবে শর্বরী ওয়াঘকে – ও।

শিরোনাম ঘোষণার মোশন পোস্টারে শোনা গেল আলিয়া ভাটের একটি ডায়ালগ। তিনি বলছেন, “গ্রীক মাইথোলজির সবচেয়ে পুরোনো শব্দ, আর আমাদের কাজের উদ্দেশ্য, সবার আগে, সব থেকে ক্ষমতাবান, সবার থেকে শক্তিশালী। খেয়াল করে দেখবেন সব শহরে একটা জঙ্গল থাকে। আর এবার সেই জঙ্গলেই রাজ করবে – আলফা।

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স শুরু হয়েছিল সলমান খানের ‘এক থা টাইগার’-এর হাত ধরে। পরে ‘টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা।  অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। যশরাজের স্পাই ইউনিভার্স-এ সম্প্রতি যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআর-এর ‘ওয়ার ২’ ছবিতে দেখা যাবে তাঁকে মহিলা গোয়েন্দার ভূমিকায়।

সিনেমার ঘোষণা শুনেই উত্তেজনায় ফুটছেন আলিয়া-অনুরাগীরা। শাহরুখ-সলমন-হৃতিকদের নিয়ে তৈরি যশরাজের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার আলিয়া ভাট কতটা বাজিমাত করতে পারেন? এবার সেটাই দেখার। ইতিমধ্যেই ছবির শুটিং শুরু হয়েছে।এই ছবিটি পরিচালনা করবেন শিব রাওয়াল, যিনি ব্লকবাস্টার সিরিজ ‘দ্য রেলওয়ে মেন’ পরিচালনা করেছেন।