Madhya Pradesh: Two women partially buried in gravel during protest in Madhya Pradesh

Madhya Pradesh: প্রতিবাদের ‘শাস্তি’, মধ্যপ্রদেশে জ্যান্ত পোঁতা হল দুই মহিলাকে! কেউ ভিডিও করলেন, কেউ দাঁড়িয়ে দেখলেন

একজনকে আপাদমস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে, অন্যজনকে কোমর পর্যন্ত। তাঁর শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আর্ত চিৎকার করছেন দুই মহিলা। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের হাড়হিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জোরোট গ্রামের। আক্রান্ত দুই মহিলার নাম আশা পাণ্ডে ও মমতা পাণ্ডে। দুই মহিলার অভিযোগ, তাঁদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামে এক ব্যক্তি। শনিবার রাজেশ ও তাঁর সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সেই জমিতে উপস্থিত হলে পালটা সেখানে উপস্থিত হন দুই মহিলা।  দুজনে সেই ট্রাকের পিছনে প্রতিবাদ করতে বসে পড়েন। বেশ কিছুক্ষণ ওইভাবে বসে থাকার পরও যখন তারা ওঠেননি, তখনই তাদের ওপর ট্রাক ভর্তি নুড়ি-পাথর ফেলে দেওয়া হয়। যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান। প্রায় গলা পর্যন্ত চাপা পড়ে গেছিলেন তারা। সঙ্গে সঙ্গে একজন অজ্ঞানও হয়ে যান। তবে স্থানীয় কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুজনের অবস্থা আপাতত স্থিতিশীল।

পুলিশ সূত্রে খবর, একটি রাস্তার নির্মাণকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ওই মহিলাদের দাবি, যে জমিতে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেটি তাদের নামে আছে এবং তারা সেই জমি লিজে দিয়েছেন। কিন্তু এখন তাদের কিছু না জানিয়েই বেআইনিভাবে নির্মাণকাজ শুরু করা হয়। এই ঘটনায় গৌকরন প্রসাদ পাণ্ডে, মহেন্দ্র প্রসাদ পাণ্ডে সহ একাধিকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদের সঙ্গে এই মহিলাদের দীর্ঘদিনের বিবাদ।

ভিডিও-সহ কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘বিজেপির ২০ বছরের কুশাসনের ফল এই ঘটনা। মধ্যপ্রদেশের প্রতিটি জেলায় দুষ্কৃতীদের বেপরোয়া মানসিকতা চূড়ান্ত আকার নিয়েছে। এই লজ্জাজনক ভিডিও মধ্যপ্রদেশের রিবা জেলার। যেখানে দুই মহিলাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা। এই রাজ্যে মহিলাদের বিন্দুমাত্র নিরাপত্তা নেই বিজেপি শাসনে। এই লজ্জাজনক ঘটনাই তার প্রমাণ।’