চলন্ত গাড়িতে দুই পুরুষের সঙ্গে অবাধ যৌনতা মহিলার। তার ফলেই কানপুরে (Kanpur) দুর্ঘটনাগ্রস্ত হল একটি গাড়ি। উদ্ধার করতে গিয়ে চোখ কপালে উঠল পুলিশকর্মীদের। তাঁরা দেখেন, গাড়ির মধ্যে চার খুদে সন্তানও রয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে শনিবার। কানপুরের জাজমৌ থানা এলাকায় একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। স্থানীয়েরা উদ্ধার করতে গিয়ে দেখেন, গাড়ির ভিতরে দুই পুরুষ সম্পূর্ণ নগ্ন অবস্থায় রয়েছেন। মহিলাও অর্ধনগ্ন। গাড়ির একেবারে পিছনের আসনে ছিল চার শিশু। অভিযোগ, দুই পুরুষের সঙ্গে ওই মহিলা শারীরিক ভাবে ঘনিষ্ঠ হয়েছিলেন চলন্ত গাড়িতেই। তার ফলে এই দুর্ঘটনা। তা ছাড়া, দুই ব্যক্তিই মত্ত অবস্থায় ছিলেন।
দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে সাত জনকে উদ্ধার করতে গিয়ে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন স্থানীয়েরা। গাড়ি থেকে মদের বোতল, আরও কিছু নেশার দ্রব্য এবং বেশ কিছু ‘আপত্তিকর জিনিস’ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় চার শিশু এবং ওই মহিলা গুরুতর জখম হয়েছেন। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা চলছে।
দুই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ওই দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে।তাতে দেখা যাচ্ছে, গাড়ি চালাচ্ছিলেন যে যুবক, তাঁর সঙ্গে বচসায় জড়িয়েছেন উদ্ধারকারীরা। যদিও এই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি The News Nest। এই ঘটনার প্রেক্ষিতে এক পুলিশ আধিকারিক বলেন, ‘‘গাড়িতে থাকা দুই যুবক এবং এক মহিলা মত্ত অবস্থায় ছিলেন। তাঁরা মদ্যপান করতে করতে শারীরিক সম্পর্কে লিপ্ত হন চলন্ত গাড়িতেই। আরও নির্লজ্জ ঘটনা হল, ওই কাজ তাঁরা করছিলেন চার শিশুর সামনে।’’