প্রেম করছেন কৃতী স্যানন! হ্যাঁ, নতুন এই খবরেই এখন উত্তাল গুঞ্জনপাড়া। বেশ কিছুদিন ধরেই খবরে রয়েছে গোপনে নাকি প্রেম করছেন কৃতী। প্রথমে অবশ্য গুঞ্জনে ছিল দক্ষিণী তারকা প্রভাসের সঙ্গেই নাকি তাঁর মনের মিলন ঘটেছে। তবে সেই গুঞ্জনে ইতি টেনেছেন প্রভাস নিজেই। আর এবার খবর লন্ডনবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গেই নাকি প্রেম করছেন কৃতী। সম্প্রতি গ্রিসের এক ক্যাফেতে অন্তরঙ্গ অবস্থায় তাঁদের ছবি ফাঁস হয়েছে।
গত বছরই জাতীয় পুরস্কার পেয়েছেন কৃতি শ্যানন। হাতে একগুচ্ছ ছবির কাজ। সম্প্রতি নতুন বাড়ি কিনেছেন। এর মধ্যেই জীবনের আরও একটা বসন্ত পার করলেন কৃতি। সম্প্রতি মাইকোনস নামক গ্রিসের একটি দ্বীপে জন্মদিন উদ্যাপন করতে দেখা যায় কৃতিকে। তবে একা নন, সঙ্গে ছিলেন চর্চিত প্রেমিক কবীর বাহিয়া। তাঁরই ক্যামেরাবন্দি হন কৃতি। শোনা যাচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনির ঘনিষ্ঠ এই শিল্পপতিকেই মন দিয়েছেন অভিনেত্রী। তাঁর সঙ্গেই পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি।
এই কবীরের সঙ্গে দেখা করতেই নাকি মাঝে মধ্যেই লন্ডনে উড়ে যান তিনি। জানা গিয়েছে, বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে পরিচয় কৃতীর। তার পর বন্ধুত্ব থেকে প্রেম। কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল কৃতী ও কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও। কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই ছোটবেলা থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। সূত্র বলছে, এবার হোলি কবীরের সঙ্গেই নাকি কাটিয়েছেন কৃতী।
উল্লেখ্য, কবীর বহিয়াও সেই পার্টি থেকে একটি ছবি ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। শুধু তাই নয় ওই জন্মদিনের পার্টিতে ধূমপান করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। যদিও ‘বারেলি কি বরফি’ ছবিতে কৃতিকে ধূমপান করতে দেখা গিয়েছিল। যদিও ওই ছবির প্রচারের সময় অভিনেত্রী বলেন, “ওই ধূমপানের দৃশ্য শুধুই ছবির জন্য, ব্যক্তিগত জীবনে আমি ধূমপান করি না।” অভিনেত্রীর মা গীতা শ্যানন নিজেই ধূমপানের বিরোধিতা করেছেন একসময়। তিনি বলেন, “ধূমপান ক্ষতিকর. যাঁরা করছেন, তাঁরা ছেড়ে দিন।’’