স্বপ্নে দেখা দিয়েছে ভিনগ্রহী দেবতা ৷ তাঁর সঙ্গে কথা বলেছেন এক ব্যক্তি৷ এলিয়েন দেবতা নাকি পৃথিবীর মানুষকে সবরকম দুর্যোগ থেকে রক্ষা করতে পারে, এমন দাবি ৷ লোগানাথন বলেন, “আমি এলিয়েনদের সঙ্গে কথা বলেছি এবং মন্দির নির্মাণের অনুমতি পেয়েছি ৷ এরপরেই মন্দিরটি তৈরি করেছি ৷” তাঁর নির্মিত এই মন্দির নিয়ে এখন দেশ-বিদেশে আলোচনা হচ্ছে । মন্দিরটি দেখতে রোজ ভিড় জমাচ্ছেন শ’য়ে শ’য়ে মানুষ ৷তিনি বলেন, “দিনে দিনে বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে ৷ এলিয়েনদের প্রাকৃতিক দুর্যোগ থামানোর ক্ষমতা রয়েছে ।” তাঁর বিশ্বাস অনুসারে, এলিয়েনরা সিনেমার মতো দেখতে হবে না ৷ তাদের শিং থাকবে না ৷ কীভাবে এলিয়েনদের উপাসনা করতে হবে, সে সম্পর্কে লোগানাথন একটি পৃথক নির্দেশিকা দিয়েছেন ।
এ দেশ মন্দিরের দেশ। গাছ-পাতা থেকে নুড়ি-পাথর পুজ্য দেব-দেবীর তালিকা এ দেশে শুরু হয় কিন্তু শেষ হয় না। পথে-ঘাটে এ দৃশ্য অবশ্য চোখ সওয়া দেশবাসীর। তবে সকলকে চমকে দিল ভিনগ্রহী মন্দির। শুনতে আশ্চর্য লাগলেও বাস্তবে এমন মন্দির তৈরি হয়েছে তামিলনাড়ুর সালেম জেলায়। এলিয়েনকে সন্তুষ্ট করতে সেথায় নিত্য চলছে পূজাপাঠ।নিয়মিত মন্দিরে এসে ভিনগ্রহীকে তুষ্ট করতে পূজাপাঠ চালান লোগনাথন নিজেই। জানা যাচ্ছে, ২০২১ সালে লোগনাথন নিজের গুরু সিদ্ধ ভাগ্যের সমাধির কাছে তৈরি করেন এই মন্দির। যদিও তা এখনও সম্পূর্ণ হয়নি, মন্দির তৈরির কাজ এখনও চলছে। যা কয়েক মাসের মধ্যে শেষ হবে।
মন্দিরের মধ্যে যে বিগ্রহ রয়েছে সেটিও বড় অদ্ভুত। কালো রঙের এই মূর্তির মাথা বিশাল, চোখ দুটি আবার সাদা। ছবিতে দেখা কাল্পনিক ভিনগ্রহীদের মতোই দেখতে এই ‘ঈশ্বর’। এমন অদ্ভুত মন্দির প্রসঙ্গে লোগানাথনের দাবিও বেশ আশ্চর্যজনক। তাঁর দাবি, তিনি এলিয়েনদের সঙ্গে কথা বলেন। এবং তাঁদের অনুমতি নিয়েই তৈরি করেছেন এই মন্দির। তবে এই মন্দিরের প্রতি মানুষের বিশ্বাস প্রসঙ্গে লোগানাথন বলেন, এলিয়েনরা আমাদের সমস্ত ইচ্ছা পূরণ করে। কিন্তু তার জন্য প্রথমে আপনাকে এলিয়েনদের অস্তিত্বে বিশ্বাস রাখতে হবে।