Bangladesh: Director Mostofa Sarwar Farooki Slams Sheikh Hasina After She Leaves Bangladesh

Bangladesh: হাসিনা বাংলাদেশ ছাড়তেই ‘নিকৃষ্ট, নিষ্ঠুরতম স্বৈরশাসক’ কটাক্ষ ফারুকীর

সন্ত্রাস থামান, পিস্তলে কেন জনমতের প্রকাশ?’, রক্তাক্ত বাংলাদেশকে কাতর আর্জি জানিয়ে রবিবারই পোস্ট করেছিলেন মোস্তাফা সরওয়ার ফারুকী। দেশের গণআন্দোলন যে আকার নিয়েছিল, শয়ে শয়ে প্রাণ গিয়েছে যে আন্দোলনে, সেসব কথা ভেবে রবিবার সারারাত দু চোখের পাতা এক করতে পারেননি জনপ্রিয় পরিচালক। সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ ছাড়তেই মুজিবরকন্যাকে কড়া ভাষায় আক্রমণ করলেন ফারুকী।

আন্দোলনের প্রথম থেকেই ছাত্রদের পাশে ছিলেন পরিচালক। সোমবার দুপুর গড়িয়ে ছাত্র আন্দোলনের সাফল্য ধরা দিতেই তাঁদের জন্য উচ্ছ্বসিত, গর্বিত ফারুকী। বললেন, “স্বাধীন দেশে স্বাগতম!” হাসিনা সরকার পতনের পরই কড়া ভাষায় কটাক্ষ বাংলাদেশের পরিচালকের। তাঁর মন্তব্য, “কী করে দেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতির কন্যা থেকে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম এবং নিষ্ঠুরতম স্বৈরশাসকে পরিণত হল শেখ হাসিনা, এটা ভবিষ্যতে ইতিহাসের ছাত্ররা মনোযোগ দিয়ে পাঠ করবেন এবং রাজনীতিকরা শিক্ষা নেবেন আশা করি।”

শুধু ফারুকী নয়, বাংলাদেশের বহু পরিচালক, অভিনয়শিল্পী, কলাকুশলী এই আন্দোলনে পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য গত শনিবার এক দফা দাবি ঘোষণা করা হয়, বর্তমান সরকারের পদত্যাগ চেয়েছিলেন শিক্ষার্থীরা। তাঁদের এই চাওয়াকে ছোট করে দেখতে দেখেননি চলচ্চিত্র পরিচালক সৈয়দ ওয়াহিদ্দুজ্জামান ডায়মন্ড। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সাক্ষ্য দিচ্ছে ৫২, ৬৯, ৭১, ৯০। যাঁরা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে, তাঁরা ভেবে দেখুন, ইতিহাসে কোথাও ছাত্র পরাজয়ের কথা লেখা নাই।’

অভিনেতা ইরফান সাজ্জাদ ফেসবুকে লিখেছেন, ‘২০ টাকার আলু যখন ৬০ টাকা হলো, মানুষ চুপ ছিল। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদেরা আত্মসাৎ করল, দেশের বাইরে পাচার করল, মানুষ চুপ ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর অনিয়ম, গুম, স্বেচ্ছাচারিতায় মানুষ চুপ ছিল। তারা চুপ থাকতে থাকতে বোবা হয়ে গিয়েছিল! আর বোবারা যদি কখনো কথা বলতে শেখে, তাদের চুপ করানো যায় না। ছাত্ররা বোবাদের কথা বলতে শিখিয়ে দিয়েছে! চুপ করাবেন কাকে? মানুষ যখন মৃত্যুভয় জয় করে ফেলে, তখন আর তাদের হারানো যায় না।’

তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘পারে শুধু ইন্টারনেটই বন্ধ করতে! এর আগেও তো বন্ধ করসে, লাভ হয়েছে কোনো? হয় নাই, হবেও না। সাধারণ মানুষের ক্ষমতার ব্যাপারে তো এত দিনে একটু হলেও ধারণা হওয়ার কথা যে, এরা একেকটা আগুন। পুরা দুনিয়ায় আগুন ধরায় দেওয়ার ক্ষমতা রাখে এই মানুষগুলা।’