Bangladesh president announces Nobel laureate Yunus as interim government chief

Yunus বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস

মঙ্গলবার গভীর রাতে বঙ্গভবনে বৈঠক শেষে জানানো হল, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মহম্মদ ইউনুস। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন এ তথ্য নিশ্চিত করেছেন।রাষ্ট্রপতির সাথে তিন ঘণ্টার বেশি সময় ধরে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। দ্রুতই জানা যাবে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ তালিকা।

চিকিৎসাজনিত কারণে ড. ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। দায়িত্ব গ্রহণের জন্য তিনি আজ-কালের মধ্যে দেশে ফিরছেন বলে জানা গেছে। আজ বুধবার তিনি ঢাকায় পৌঁছাতে পারেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

বৈঠক শেষে নাহিদ ইসলাম জানিয়েছেন, ‘আমরা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে সর্বজন গ্রহণযোগ্য ড. মহম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম। আজকে মহামান্য রাষ্ট্রপতি সম্মত হয়েছেন।’ বঙ্গভবনের বৈঠকে ১৩ সমন্বয়ক ছাড়াও ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীম উদ্দিন খান।

সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সাফ জানিয়ে দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ নোবেলজয়ী ড. মহম্মদ ইউনুসকেই প্রধান উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিচ্ছে। বঙ্গভবনে বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মঞ্চের আর্জিকেই মান্যতা দেওয়া হল।

এদিকে, জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। শহরগুলোতে যানচলাচল বেড়েছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের পাশাপাশি আনসার সদস্যদেরও কাজ দেখা যাচ্ছে। পুলিশ ও র‍্যাবের শীর্ষপদগুলোতে রদবদল হয়েছে। পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ ব্যাংকে তোপের মুখে পড়ে ডেপুটি গভর্নরের ‘পদত্যাগ’।