Mamata Banerjee urges doctors to end strike

Mamata Banerjee: ‘পায়ে ধরে বলছি, এবার কাজে ফিরুন’, আন্দোলনরত চিকিৎসকদের অনুরোধ মুখ্যমন্ত্রীর

আরজিকরে ডাক্তারি ছাত্রীকে খুন ও ধর্ষণ কাণ্ডে আন্দোলনরত পড়ুয়াদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেহালায় প্রাক স্বাধীনতা অনুষ্ঠানে আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশে মমতা বলেন, “সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে চিকিৎসকদের আবেদন জানাচ্ছি, আন্দোলন করেছেন। কেউ আটকায়নি।পায়ে ধরে বলছি এবার কাজে নামুন।”

বুধবার প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বেহালার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের দ্রুত কাজে ফেরার অনুরোধ করলেন। মুখ্যমন্ত্রী বললেন, “বারবার আবেদন করছি চিকিৎসকদের যারা এখনও ডিউটি জয়েন করেননি। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। এর মধ্যে একটি শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাও রয়েছে। সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে বলছি, আপনারা কিন্তু চিকিৎসা দিতে অঙ্গীকারবদ্ধ। পাঁচ দিন তো হয়ে গেল এবার পরিষেবা দিন। চিকিৎসাটা দিন। আমার স্বাস্থ্য সচিব এই আবেদন জানিয়েছেন। আজ আমিও আবেদন করছি। ”

কার্যত কাতর স্বরে মমতার আর্জি, “আপনাদের পায়ে ধরছি। তাতে যদি আপনাদের চরণযুগল শান্ত হয়। আন্দোলন করেছেন তো চার পাঁচদিন। কেউ কিছু বলেনি। এবার পরিষেবা দিন। আপনারা প্র্যাকটিস করলেও একটা জায়গায় চাকরি করেন সেটা মনে রাখুন। এখন সিনিয়র ডাক্তাররা অনেক জায়গায় পরিষেবা দিচ্ছেন। তাঁদের কাছে আমি কৃতজ্ঞ।”

মমতার আবেদন সত্ত্বেও এখনই কাজে ফিরছেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাঁদের বক্তব্য, এখনও তাঁদের সব দাবি পূরণ হয়নি। এক আন্দোলনকারী বলেন, ‘‘আমরা রোগী পরিষেবার সঙ্গে যুক্ত। দ্রুত কাজে যোগ দিতে চাই। কিন্তু আমাদের কাছে এখনও সব স্পষ্ট হয়নি। আমাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমরা আদালতের রায়কে স্বাগত জানিয়েছিল। সিবিআইয়ের তদন্তে আমরা সদুত্তর পেলে পরবর্তীকালে ভেবে দেখব।’’

অন্যদিকে, আরজি কর-কাণ্ড নিয়ে সর্বত্র যে আন্দোলন চলছে, তার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন মমতা। রাম-বামের চক্রান্তের বিরুদ্ধে পথে নামতে চলেছে তৃণমূল। ১৭ তারিখ থেকে সেই কর্মসূচির কথা ঘোষণা করলেন মমতা। তিনি বলেন, ‘‘১৭ তারিখ থেকে সারা বাংলায়, সব ব্লক, সব ওয়ার্ডে ২টো থেকে ৪টে পর্যন্ত বাম-রামের চক্রান্তের বিরুদ্ধে মিছিল এবং আন্দোলন হবে। ১৮ তারিখ ধর্না হবে ব্লকে ব্লকে। ১৯ তারিখে রাখি। ২০ তারিখে আবার পথে নামব আমরা। সে দিনের কর্মসূচি পরে জানিয়ে দেব।’’