এ বছর রাখিবন্ধনের উৎসবে অনেক শুভ কাকতালীয় ঘটনা ঘটেছে। রাখিবন্ধনের দিন শ্রাবণ পূর্ণিমাও। এবার রাখিবন্ধন পালিত হবে ১৯ অগস্ট । ভদ্রা থাকবে ৭ ঘন্টা ৩৯ মিনিট ধরে রাখিবন্ধনের দিন। বৈদিক পঞ্জিকা অনুসারে, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখিবন্ধন, ভদ্রার ছায়া যাতে না থাকে রাখির শুভ সময়ে সেদিকে বিশেষ যত্ন নেওয়া হয়। রাখি বাঁধতে, ভদ্রা ব্যাতীত শুভ সময় বিবেচনা করা উচিত।
২০২৪ সালের রাখিবন্ধনের শুভ সময়: শ্রাবণ পূর্ণিমা তিথির শুরু ১৯ অগস্ট, সোমবার, ভোর ০৩ টে ০৪ মিনিট থেকে, শ্রাবণ পূর্ণিমা তিথির সমাপ্তি: ১৯ অগস্ট, সোমবার, রাত ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত। উদয় তিথির উপর ভিত্তি করে, ১৯ অগস্ট রাখিবন্ধন উৎসব উদযাপন করা উপযুক্ত।
রাখিবন্ধনে ৭ ঘণ্টারও বেশি সময় ধরে ভদ্রার ছায়া: এবার রাখিবন্ধনে ভদ্রা থাকবে সকালে। ভদ্রা থাকবে সকাল ০৫ টা ৫৩ মিনিট থেকে দুপুর ০১ টা ৩২ মিনিট পর্যন্ত। এই ভদ্রার বাস পৃথিবীর নীচে পাতালে। কিছু লোক বলে যে অধিপতির ভদ্রা অর্থাৎ ভদ্রার শেষের সময় যেটাকে ভদ্রার পুচ্ছ বলে সেই সময়কে উপেক্ষা করা যেতে পারে।
ভদ্রা যেখান থেকেই হোক না কেন, এটি অশুভ ফল দেয়। লোকেরা বলে যে পাতালের ভদ্রার অশুভ প্রভাব নেই, তবে এটি করা উচিত নয়। যখন কোন শুভ কাজ করতে হয়, তখন ভদ্রা শেষ হওয়ার জন্য অপেক্ষা করা উচিত।
রাখি বাঁধার সঠিক সময়: ১৯ অগস্ট রাখিবন্ধনের দিন রাখি বাঁধার সঠিক সময় হল বিকেল। ওই দিন, বোনেরা তাদের ভাইদের রাখি বাঁধতে পারে দুপুর ১ টা ৩২ মিনিট থেকে রাত ৯ টা ০৮মিনিট পর্যন্ত।