Dipu Moni: Former Bangladesh Minister and Awami League leader Dipu Moni has been arrested by Dhaka Metropolitan Police

Dipu Moni: শেখ হাসিনার সরকারের মন্ত্রী দীপু মনি গ্রেফতার আত্মীয়ের বাড়ি থেকে, নিয়ে যাওয়া হল গোয়েন্দা হাজতে

বাংলাদেশের প্রাক্তন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিন রাত আটটার দিকে দীপু মনিকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পরে ডিএমপির একজন উর্ধ্বতন কর্মকর্তা ওপর বাংলার সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’কে বলেন, দীপু মনিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।হাসিনা জমানায় বাংলাদেশে বিদেশ, শিক্ষা, সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন মনি। সেই সঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।

ছাত্র–জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী ও  সংগঠনের নেতারা। আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরা। তাঁদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন। হাসিনা সরকারের কোনও মন্ত্রীকে গ্রেফতারের খবর প্রথম এসেছিল ১৩ অগস্ট। সে দিন প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রী থাকাকালীন হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, পূর্ণমন্ত্রীর মর্যাদাপ্রাপ্ত সলমন এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেফতারের কথা জানিয়েছিল ঢাকা মহানগর পুলিশ।

পরে তাঁদের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দোকানদারের মৃত্যুর ঘটনায় নিউমার্কেট থানায় খুনের মামলা দায়ের করা হয়েছিল। এর পর ১৪ অগস্ট প্রাক্তন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, প্রাক্তন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তনভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।

গত ১৬ আগস্ট গ্রেফতার করা হয় সেনাবাহিনী থেকে সদ্য বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে। তিনি হাসিনা জমানায় টেলিযোগাযোগ নজরদারির জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। এঁদের সকলকেই নিউমার্কেট থানার ওই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে ‘প্রথম আলো’য় প্রকাশিত খবরে দাবি। ১৬ অগস্ট রাতে ঠাকুরগাঁওয়ের বাড়ি থেকে প্রাক্তন জলসম্পদ মন্ত্রী তথা আওয়ামী লীগের নেতা রমেশচন্দ্র সেনকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধেও একটি খুনের মামলা রুজু করা হয়েছে।