Kedarnath: Helicopter, Being Airlifted By MI-17 Chopper, Crashes In Kedarnath

Kedarnath: এয়ারলিফ্‌ট করতে গিয়ে বিপত্তি, মন্দাকিনীর তীরে ছিঁড়ে পড়ল বিকল কপ্টার

মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ল বিকল হেলিকপ্টার। শনিবার সকালে কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে বিকল হয়ে গিয়েছিল একটি হেলিকপ্টার। সেটিকে এয়ারলিফ্‌ট করে ফিরিয়ে আনছিল উদ্ধারকারী এমআই-১৭ চপার। সেটির সঙ্গে চেন দিয়ে বেঁধে নিয়ে আসা হচ্ছিল বিকল হেলিকপ্টারটি। সেই সময়েই মাঝ আকাশ থেকে ছিঁড়ে পড়ে ওই হেলিকপ্টার। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সকালে। যদিও এখনও পর্যন্ত দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

এদিন সকালে  কেদারনাথ ধামে অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে একটি হেলিকপ্টার বিকল হয়ে যায়। খবর পেয়ে সেখানে পৌঁছয় বায়ুসেনার এমআই-১৭ চপার। ওই চপারের সঙ্গে চেন দিয়ে বেঁধে এয়ার লিফট করে আনা হচ্ছিল বিকল হেলিকপ্টারটি। তখনই মাঝ আকাশে ঘটে দুর্ঘটনাটি।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কেদারনাথ ও গৌচরের মাঝে ভীমবালির কাছে লিঞ্চোলিতে দুর্ঘটনাটি ঘটেছে। উদ্ধারকারী চপার থেকে ছিঁড়ে মন্দাকিনী নদীর ধারে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। মন্দাকিনীর ধারে বড় বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বেসরকারি সংস্থা পরিচালিত ওই হেলিকপ্টার।

উল্লেখ্য, সম্প্রতি উত্তরাখণ্ডে ভারী বৃষ্টি ও প্রতিকূল পরিস্থিতির কারণে অগস্ট মাসের বেশির ভাগ সময়ই পায়ে হেঁটে কেদারনাথ যাত্রা বন্ধ ছিল। সে ক্ষেত্রে তীর্থযাত্রীদের একটি বড় অংশ চলতি মাসে কেদারনাথ ধামে পৌঁছনোর জন্য হেলিকপ্টারকেই বেছে নিয়েছেন। এমন একটি আবহে শনিবার মাঝ আকাশ থেকে বিকল হয়ে যাওয়া হেলিকপ্টার ছিঁড়ে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।