মায়ের পুজো আসছে, জানান দেন সিদ্ধিদাতা ছেলে। গণেশ পুজোতেই সূচনা হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের। সেপ্টেম্বরের শুরুতেই যা ডিঙিয়েছে বাঙালি। সপ্তাহ খানেক বাদে বিশ্বকর্মা পুজো। ২২ দিন পর (২ অক্টোবর) মহালয়া। তারপরই বচ্ছরকার প্রতিক্ষার অবসান। পুজো (Durga Puja 2024) শুরু। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর পুরো নির্ঘণ্ট থেকে সন্ধিপুজোর সময়, কখন অঞ্জলি দেবেন—সবকিছু জেনে নিন এই প্রতিবেদনে।
একনজরে দেখে নেওয়া যাক এবারের দুর্গাপুজোর সূচি:-
মহাষষ্ঠী- ২০২৪ সালের ৯ অক্টোবর, বুধবার, দুর্গাষষ্ঠী। ওই দিন হয় বিল্ব নিমন্ত্রণ, কল্পারম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ এবং আধিবাস।
মহাসপ্তমী- ২০২৪ সালের ১০ অক্টোবর, বৃহস্পতিবার, দুর্গা সপ্তমীর পুজো, কলাবউ পূজা।
মহাষ্টমী- ২০২৪ সালের ১১ অক্টোবর, শুক্রবার, দুর্গাষ্টমীর পুজো, কুমারী পূজা, সন্ধি পূজা।
মহানবমী- ২০২৪ সালের ১২ অক্টোবর, শনিবার, মহানবমীর পুজো, দুর্গার কাছে বলিদান, নবমীর হোম।
বিজয়া দশমী- ২০২৪ সালের ১৩ অক্টোবর, রবিবার, বিজয়াদশমী, সিঁদুর উৎসব, বিসর্জন।
উল্লেখ্য, গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী সন্ধিপুজো শুরু হবে সকাল ৬।২২।৫৮ সেকেন্ডে। বলিদানের নির্ঘণ্ট সকাল ৬।৪৬।৫৮ সেকেন্ডে এবং সন্ধিপুজো সমাপন হবে সকাল ৭।১০।৫৮ সেকেন্ডে। নিয়ম অনুযায়ী সন্ধিপুজো শুরুর আগে অবধি চলবে অঞ্জলি। মহানবমী ও দশমী পুজো ২৬ আশ্বিন, ১২ অক্টোবর।
এই বছর দুর্গার আগমন দোলা বা পালকিতে। শাস্ত্রমতে, দুর্গা যদি পালকিতে করে আসেন, তাহলে ফল “দোলায়াং মকরং ভবেৎ” অর্থাৎ মহামারী, ভূমিকম্প, যুদ্ধ ও অতিমৃত্যু। যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। দেবী ফিরবেন গজ বা হাতিতে, শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্ত্যলোক ভরে ওঠে সুখ-শান্তি-সমৃদ্ধিতে।