in Pakistan, thousands of Imran Khan supporters arrested

Imran khan :ইমরান খানকে ঘিরে ফের উত্তপ্ত পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি নিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনীতি। বিক্ষোভ দেখাচ্ছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে সাধারণ জনতাও। সোমবার রাতে দেশটির পার্লামেন্ট চত্বরে বিক্ষোভরত পিটিআই এমপিদের গ্রেপ্তার করা হয়েছে। এই অবস্থায় দেশটির রাজনীতিতে শুরু হয়েছে নতুন মোড়। পিটিআই নেতাকর্মীরা তাদের কারাবন্দি নেতা ইমরান খানকে মুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে।

বেশ কয়েকটি অভিযোগে গত বছরের আগস্টে ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। মানবাধিকার গোষ্ঠীগুলো ইমরানের মুক্তি দাবি করেছে। সরকার সামরিক আদালতে ইমরানের বিচার করার ইঙ্গিত দেওয়ায় আরও ক্ষিপ্ত পিটিআই নেতাকর্মীরা।

সোমবার পিটিআইর জনসভা ঘিরে পুলিশ-জনতা বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ জনতার ওপর গুলি ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে পুলিশের অভিযোগ, মিছিল থেকে পাথর ছোড়া হয়েছে।
সমাবেশে পিটিআই শীর্ষ নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর কড়া বক্তব্য দেন। তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে ইমরান খানকে মুক্তি না দিলে জনতাই তাঁকে মুক্ত করে নিয়ে আসবে। গান্দাপুরের এই আলটিমেটাম পাকিস্তানের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। এই বক্তব্যের পর গান্দাপুরকে আটক করা হয়।

পাকিস্তান সিনেটের সাবেক সদস্য মোস্তফা নওয়াজ খোকার বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করার পরও পিটিআই দমে যায়নি। পিটিআইর রাজনৈতিক ভিত্তি দুর্বল হলেও দলটি জনপ্রিয়তায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তিনি রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা বাহিনীর গলগ্রহ হওয়া থেকে দূরে থাকার আহ্বান জানান।

লাহোর-ভিত্তিক রাজনৈতিক ভাষ্যকার মজিদ নিজামি বলেন, পিটিআই ও সরকারের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে উঠেছে।